Xiaomi smartphone: শাওমির এই ফোনে মিলছে তিন হাজার টাকার ডিসকাউন্ট, Realme 6i-এর সঙ্গে টক্কর এই ফোনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Dec 2020 09:59 PM (IST)
চিনা স্মার্ট ফোন সংস্থা শাওমি-র জনপ্রিয় স্মার্টফোন মডেল রেডমি নোট ৯ প্রো-তে তিন হাজার টাকা ছাড় দিচ্ছে। চার জিবি র্যাওম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। ওয়েবসাইট মাই ডট কম- এ ১৬,৯৯৯-এর পরিবর্তে ১৩,৯৯৯ কিনতে পারবেন।
কলকাতা: চিনা স্মার্ট ফোন সংস্থা শাওমি-র জনপ্রিয় স্মার্টফোন মডেল রেডমি নোট ৯ প্রো (Redmi Note 9 Pro) -তে তিন হাজার টাকা ছাড় দিচ্ছে। চার জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ রয়েছে। ওয়েবসাইট মাই ডট কম- এ ১৬,৯৯৯-এর পরিবর্তে ১৩,৯৯৯ কিনতে পারবেন। আপনার কাছে যে অফার রয়েছে যদি আপনি শাওমির এই ফোনটি কিনবেন বলে মনস্থির করে থাকেন, তবে আপনি অনেক ভাল অফার পাবেন। এই ফোনটি ১৩,৯৯৯ টাকায় পাবেন অ্যামাজনে। এক্সচেঞ্জ অফারে এই ফোনটি অ্যামাজন থেকে কেনার ক্ষেত্রে ছাড়ের সুবিধা পাবেন। রেডমি নোট ৯ প্রো স্পেসিফিকেসন্স ফোনের বিশেষত্বের কথা বললে তবে অ্যাক্ট-কোর প্রসেসর এবং কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের দুটি র্যাতম এবং স্টোরেজ অপশন রয়েছে। তিনটি রঙের মধ্যে থেকে বেছে নিতে পারবেন আপনি। কালার অপশনগুলি হল অরোরা ব্লু, গ্লিশিয়ার হোয়াইট, এবং ইন্টারস্টেলর ব্ল্যাক ইন আভেলেবল। ব্ রেডমি ফোনে ৫০২০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যাতে ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। রিয়েলমি সিক্স আই-এর সঙ্গে মোকাবিলা বাজারে রেডমি নোট নয় প্রো এর রিয়ালমি সিক্স আই-এ দুটি ভেরিয়েন্টের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। এটি চার গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ছয় জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা। ফটোগ্রাফির জন্য নতুন রিয়েলমি সিক্স আই-এ ফোর ক্যামেরা সেট আপ। ৪৮ মেগাপিক্সেলের প্রথম লেন্স এবং আট মেগাপিক্সেল সেকেন্ড আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের তৃতীয় লেন্স এবং সর্বশেষ বা চতুর্থ লেন্সটি ২ মেগাপিক্সেল ম্যাক্রে লেন্স। এছাড়াও অন্য 16 মগাপিক্সেল সেলফি ক্যামেরাও লাগানো আছে।