নয়াদিল্লি: আমেরিকার টেক কোম্পানি Apple তাদের নয়া iPhone লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এক রিপোর্টে জানা গেছে, আগামী এই স্মার্টফোনের দাম তুলনামূলকভাবে সস্তা হবে এবং যা হবে iPhone 9 এবং তা iPhone SE পরবর্তী মডেল বলা হবে। এখন বিশ্বজুড়ে করোনাভাইরাসজনিত সংকট চলছে। কিন্তু এই ফোন কোম্পানি আগামী ১৫ এপ্রিলই লঞ্চ করবে।
রিপোর্ট অনুসারে, নয়া এই স্মার্টফোনের নাম হবে iPhone SE 2। Apple iPhone 9 আগামী ১৫ এপ্রিল লঞ্চ করার ব্যাপারে অভ্যন্তরীণ বৈঠকও করেছে। ওই বৈঠকে ঠিক হয়েছে, ১৫ এপ্রিলই এই ফোন লঞ্চ করা হবে। যদিও বিক্রি শুরু হবে ২২ এপ্রিল থেকে।
কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে অ্যাপল এই নয়া স্মার্টফোন শুধু অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে লঞ্চ করবে। আবার কোনও কোনও রিপোর্টে বলা হয়েছে, শুধু প্রেস রিলিজ প্রকাশ করেই আইফোন লঞ্চের কথা জানিয়ে দেওয়া হতে পারে।
অ্যাপলের আসন্ন এই স্মার্টফোনের দাম তুলনায় সস্তা হবে এবং তা অ্যাফোর্ডেবল সেগমেন্টে নিয়ে আসা হবে। মনে করা হচ্ছে, এর দাম হতে পারে ৩৯৯ ডলার (প্রায় ২৯ হাজার টাকা)। তবে বিশেষ কিছু ফিচার এই ফোনে নাও থাকতে পারে। এই স্মার্টফোনে iPhone X সিরিজের মতো ফেস আইডি সাপোর্ট থাকবে না।

সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, iPhone 9 -এ 4.7 ইঞ্চির LCD ডিসপ্লে থাকতে পারে। সেই সঙ্গে থাকবে 3GB র‌্যাম। পারফরম্যান্সের জন্য থাকছে Apple A13 Bionic চিপসেট। এই স্মার্টফোনের ডিজাইনে iPhone 8-র মিল থাকতে পারে।