নয়াদিল্লি: চিনের স্মার্টফোন কোম্পানি  Honor ভারতে তাদের নয়া স্মার্টফোন 9X Pro লঞ্চ করেছে। এর আগে কোম্পানি 9X স্মার্টফোনও লঞ্চ করে। নতুন Honor 9X Pro এবার গুগল মোবাইল সাার্ভিসের জায়গায় হুয়াওয়েই মোবাইল সার্ভিসের সাপোর্ট পাবে। অর্থাত্ Honor 9X Pro –তে এখন গ্রাহকরা গুগলের প্লে স্টোরের বদলে হুয়াওয়েই অ্যাপ স্টোর ব্যবহার করতে পারবেন।

Honor 9X Pro-র ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে। এর দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোন মিড নাইট ব্ল্যাক ও ফ্যান্টম ব্ল্যাক-এই দুটি রঙে পাওয়া যাবে। অফারের প্রসঙ্গে বলা যায়, এই ফোন ক্রয়ের ক্ষেত্রে ৩০০০ টাকার ডিসকাউন্টের সঙ্গে নো কস্ট ইএমআই-এর সুযোগ মিলবে। এছাড়াও কোম্পানি ফ্লিপকার্টে স্পেশ্যাল আর্লি অ্যাকসেস সেল-এরও বন্দোবস্ত করেছে, যা ২১ মে বেলা বারোটা থেকে ২২ মে বেলা বারোটা পর্যন্ত চলবে। এই সেলে রেজিস্ট্রেশনের শেষ দিন ১৯ মে।

Honor 9X Pro তে রয়েছে ৬.৫৯ ইঞ্জি ফুল এইচডি ডিসপ্লে, রেজোলিউশন 1,080x2,340 পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে অক্টা-কোর হাইসিলিকন কিরিন ৮১০ প্রোসেসর। এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ৯ ভিত্তিক ইএমইউআই ৯.১ অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে রিয়ারে দেওয়া হয়েছে ট্রিপল  ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের সোনি আইএমএক্স৫৮২ সেন্সর, আট মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল পপ-আপ ফ্রন্ট ক্যামেরা।

এতে রয়েছে ৪০০০ এমএএইট ব্যাটারি। রয়েছে ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস ও ইউএসবি পোর্টের মতো কানেক্টিভিটি।

নয়া Honor 9X Pro-র সরাসরি টক্কর হবে  POCO X2 –র সঙ্গে। POCO X2-র ৬ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। অন্যদিকে, ৬ জিবি+
১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি+২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে। রিফ্রেস রেট ১২০ এইচজেড। POCO X2-র ব্যাটারি ৪৫০০ এমএএইচ, সঙ্গে ২৫ ডব্লু ফাস্ট চাার্জিং সাপোর্ট। এতে বুস্টিং লিকুইড কুলিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরফলে ফোন বেশি ব্যবহারেও গরম হবে না। এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রোসেসর।