নয়াদিল্লি: স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Infinix ভারতে তাদের নতুন স্মার্টফোন ‘S5 Pro’ লঞ্চ করেছে। একটি একটি পপ-আপ সেলফি ক্যামেরা স্মার্টফোন। ফোনের গুণমান, দাম ও ফিচার এর প্লাস পয়েন্ট বলে মনে করা হচ্ছে।
ডিসপ্লে
Infinix S5 Pro – তে 6.53 ইঞ্চির FHD+ ফুল ভিউ ডিসপ্লে রয়েছে (19.5:9 aspect ratio )।এছাডা়ও ডিসপ্লে ভালো ও ব্রাইট। এইসঙ্গে এতে DTS-HD স্যারাউন্ডের সুবিধাও রয়েছে।
দাম

Infinix S5 Pro –র দাম ৯,৯৯৯ টাকা। এই দামে এই ফোনের 4GB+64GB ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এই ফোনের প্রথম বিক্রয় ১৩ মার্চ ফ্লিপকার্টে শুরু হবে। এই ফোন দুটি রঙে পাওয়া যাবে-বেগুনি ও ফরেস্ট গ্রিন।
ফিচার
Infinix S5 Pro তে 6.53 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080x2220 পিক্সেল। পারফরম্যান্সের জন্য এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও পি এসওসি প্রোসেসর। এই ফোন অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনের রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি, যা পূর্ণ রিজার্জে পুরো একদিন কাজ করবে।এতে রয়েছে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.০, GPS, USB পোর্টের মতো কানেক্টিভিটি ফিচার।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য এই ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।