কলকাতা: ইতিমধ্যেই হয়ে গিয়েছে দিন ঘোষণা। বাজারে আসতে চলেছে আইফোন ১২ সিরিজ। চলতি মাসের ১৩ তারিখ অ্যাপেল বাজারে নিয়ে আসছে নতুন আইফোন ১২। কী কী থাকবে নতুন এই আইফোন-এ? জেনে নিন সমস্ত ফিচারস ও বিশেষ সুযোগ সুবিধা।

সূত্রের খবর, নতুন আইফোনে থাকছে ৫.৪ ইঞ্চি ডিসপ্লে। ৬৪ জিবি, ১২৮ জিবি ও ২৬৭ জিবি স্টোরেজের সঙ্গে পাওয়া যাবে আইফোন ১২। ৬৪ জিবি ফোনটির দাম  ৪৭,৫৭৩ টাকা। ১২৮ জিবির দাম, ৫১,২৩৮ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনটির দাম ৫৯০০০ টাকা।

একটি ফোন নয়, গোটা একটি সিরিজ নিয়ে আসছে অ্যাপেল। এতে থাকবে আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো ও আইফোন ১২ প্রো ম্যাক্স। এদের মধ্যে আইফোন ১২ প্রো ম্যাক্স-এর স্ক্রিন সাইজ সবচেয়ে বড়, ৬.১। স্টোরেজ অনুযায়ী এর দাম ৫৪,৯০৩ থেকে ৬৫,৯৮৯ টাকা।

অন্যদিকে স্টোরেজ অনুযায়ী আলাদা প্রাইস রেঞ্জ রয়েছে আইফোন প্রো-র ও।