নয়াদিল্লি: ভারতীয় মোবাইল নির্মাতা সংস্থা লাভা নিয়ে এল দারুণ কিছু বৈশিষ্ট্য সহ ফিচার ফোন লাভা পালস । লাভা পালস ফোনের মাধ্যমে হার্ট রেট এবং রক্তচাপ পরিমাপ করা যায়।
লাভা পালসের ফোনটির দাম ১,৫৯৯ টাকা এবং এটি অনলাইনে অ্যামাজন এবং ফ্লিপকার্টে কেনা যাবে। অফলাইনেও কেনা যাবে এই ফোন।
হৃদস্পন্দন এবং রক্তচাপ পরিমাপের সুবিধা সহ এটিই প্রথম ফিচার ফোন । কোম্পানির দাবি, এই ফোনে হৃদস্পন্দন ও রক্তচাপের পরিমাপ বৈদ্যুতিন হার্ট ডিভাইসের মতোই সঠিক।
এই ফোনের মাধ্যমে হৃদস্পন্দনের হার পরিমাপ করতে ব্যবহারকারীদের ফোনে প্রদত্ত পালস স্ক্যানারে আঙুল রাখতে হবে। এরপরই ফোনের ডিসপ্লেতে রক্তচাপ এবং হার্ট রেট দেখা যাবে। শুধু তাই নয়, ফোনটিতে এই ডেটা সংরক্ষণের বিকল্পও দিয়েছে কোম্পানি।
ল্যাভ পালস ফোনের ডিসপ্লে ২.৪ ইঞ্চি। ফোনটিতে ১৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানির দাবি, একবার চার্জ করলে ব্যাটারি ৬ দিনের ব্যাকআপ দিতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ফোনে জোড়া স্পিকার দেওয়া হয়েছে। এর পাশাপাশি ডুয়াল সিম সাপোর্ট এবং এফএম রেডিওর মতো সুবিধাও এই ফোনে রয়েছে। ফোনটি সাতটি ভারতীয় ভাষায় চালানো যেতে পারে।


লাভার এই নতুন ফিচার ফোন টক্কর দেবে নোকিয়া ১০৫ ফোনের সঙ্গে।
নোকিয়া ১০৫ ফোনের দাম ১,৩৯৯ টাকা। নোকিয়ার ফোনে ১.৮ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এই ফোনটি ডুয়াল সিম সমর্থন করে এবং এতে এফএম রেডিও-র সুবিধাও রয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ বাড়ানো যেতে পারে। ফোনটিতে ৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।