নয়াদিল্লি: বর্তমানে স্মার্টফোন অধিকাংশের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেরই পছন্দ দামী স্মার্টফোন। তবে কেনার সময় পকেটের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতেই হয়। তাই অনেকেই চান এমন ফোন, যা হবে সাধ্যের মধ্যে, আবার তাতে থাকবে প্রয়োজনীয় সব ফিচার। সেজন্যই দেশে বাজেট স্মার্টফোনের শেয়ার বেশ ভালো। বিভিন্ন স্মার্টফোন নির্মাতা কোম্পানি সুলভ দামে ভালো ও কার্যকরী স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। ক্রেতাদের নজর কাড়তে কোম্পানিগুলি এই স্মার্টফোনগুলিতে ভালো ক্যামেরা, ব্যাটারি ও ফাস্ট-প্রোসেসরও দিচ্ছে।
করোনাজনিত এই সংকটের সময়ে ক্রেতারা এমন স্মার্টফোন চাইছেন যা ভিডিও দেখতে, অনলাইন ক্লাসের পড়াশোনার কাজের ক্ষেত্রে কার্যকরী হয়। সেই সঙ্গে ক্যাজুয়াল গেমিং, টেলিগ্রাম ও সোশ্যাল মিডিয়া অ্যাপ, যেমন ফেসবুক, ট্যুইটারের ব্যবহার যাতে করা যায়। দেখে নেওয়া যাক, ৮ হাজার টাকার কম দামের কয়েকটি স্মার্টফোন।
রিয়েলমি সি২
রিয়েলমি সি২ গত বছরের মাঝামাঝি ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনে রয়েছে ৬.১ এমপি-র এইচডি+ ডিসপ্লে, ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। এতে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সেটআপের সঙ্গে রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও পি২২ প্রোসেসর, ৪,০০০ এমএএইচ ব্যাটারি। এর দুটি কনফিগারেশন রয়েছে। এই ফোনের বেস ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ টাকা।
ভিভো ৯১ আই
স্মার্টফোন প্রস্ততকারী সংস্থা ভিভোর ভিভো ৯১ আই-এর বেস ভ্যারিয়েন্ট ২ জিবি র্যা ম ও ৩২ জিবি স্টোরেজ সহ এই তালিকার খুবই উপযুক্ত। এই স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যায়। দুটি রঙে এই ফোন পাওয়া যায়-ফিউশন ব্ল্যাক ও ওশেন ব্লু। এতে রয়েছে ৬.২২ ইঞ্চির এইচডি+ (১৫২০x৭২০ পিক্সেল) ফুল ইন-সেল ডিসপ্লে। এর ব্যাটারি ৪,০৩০ এমএএইচ। এই ফোন মিডিয়াটেক হেলিও পি ২২ প্রোসেসর চালিত। ফ্লিপকার্টে ভারতে এই ফোনের দাম ৭,৮৯০ টাকা।
রেডমি ৮এ ডুয়াল
ভারতের বাজারে এই ফোনের তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। এর ২ জিবি র্যা ম ও ৩২ জিবি ইন্টারন্যাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭,৪৯৯ টাকা। এতে রয়েছে ৬.২২ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে (রেজোলিউশন১৫২০x৭২০ পিক্সেল)। এতে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইল নচ, যাতে থাকছে ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা। প্রোসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট। এর দুটি সিম স্লচই ভোল্টে ও ভিওওয়াইফাই সাপোর্ট করে। এর ব্যাটারি ৫,০০০ এমএএইচ।
স্যামসাং এম০১ কোর
ভারতীয় ক্রেতাদের কাছে স্যামসাং একটি সুপরিচিত ব্র্যান্ড। ভারতের বাজারে বাজেট স্মার্টফোনের চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং গ্যালাক্সি এম০১ কোর স্মার্টফোন তাদের সবচেয়ে সুলভ মূল্যের হিসেবে লঞ্চ করেছে। এর এক জিবি র্যা ম ও ১৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,৪৯৯ টাকা। ২ জিবি র্যা ম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬,৪৯৯ টাকা। এতে রয়েছে কোয়াডকোর মিডিয়াটেক ৬৭৩৯ প্রোসেসর। এর ব্যাটারি ৩,০০০ এমএএইচ।
মোটো সি প্লাস
মোটো সি প্লাস-এ রয়েছে এইচডি (৭২০x ১২৮০ পিক্সেল) রেজোলিউশন সহ ৫ ইঞ্চি ডিসপ্লে । এর প্রোসেসর ১.৩ গিগাহার্টর্জ কোয়াডকোর মিডিয়াটেক এমটি৬৭৩৭৬৪ বিট। এতে দেওয়া হয়েছে ১ জিবি র্যা ম ও ১৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর ব্যাটারি ৪,০০০ এমএএইচ। দাম ৬,৯৯০ টাকা।
Budget Smartphones: এই ফোনগুলির দাম আট হাজার টাকার কম , এক ঝলকে কিছু ফিচার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Aug 2020 09:01 PM (IST)
বর্তমানে স্মার্টফোন অধিকাংশের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেরই পছন্দ দামী স্মার্টফোন। তবে কেনার সময় পকেটের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতেই হয়। তাই অনেকেই চান এমন ফোন, যা হবে সাধ্যের মধ্যে, আবার তাতে থাকবে প্রয়োজনীয় সব ফিচার।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -