নয়াদিল্লি: আর ২৪ ঘণ্টাও নেই, ওয়ানপ্লাস ও শাওমিকে টক্কর দিতো বাজারে আসতে চলেছে মোটোরোলার নতুন ফোন জি এইট পাওয়ার লাইট। ওয়ান প্লাস এইট প্রো বা শাওমি এমআই ১০ ৫জি-এর মতো ফোনকে টক্কর দেবে মোটোরোলার এই নতুন ফিচারগুলি! আগামী ২১ তারিখ ফ্লিপকার্টে লঞ্চ করছে নতুন মোটোরোলার জি এইট পাওয়ার লাইট। সাধ্যের মধ্যে দামে কী কী ফিচার দিচ্ছে এই ফোন? জেনে নিন এক ঝলকে।
- ৫০০০এমএএইচ ব্যাটারি দিচ্ছে মোটোরোলা জি এইট পাওয়ার লাইট।
- ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা রয়েছে এই ফোনে। সেই সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ওয়াড ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ডেফথ ফিল্ড ক্যামেরা।
- ফ্রন্ট ক্যামেরা থাকছে ৮ এমপি।
- ৬৪ জিবি স্টোরেজ থাকছে নতুন জি এইট পাওয়ার লাইটে।
- অ্যানড্রয়েড নাইন প্লাটফর্মে মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসারে কাজ করবে এই ফোন। ফলে মাল্টিটাস্কিং-এর সময় হ্যাঙ করা সম্ভবনা কম থাকছে।
- ৬.৫০ সেন্টিমিটার ডিসপ্লে থাকছে এই ফোনে।
- ৭২০ X ১৬০০ রেজোলিউশানের ক্রিনে পাওয়া যাবে আকর্ষণীয়।
- ডুয়েল ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ডবাইয়ের সুবিধা দিচ্ছে মোটোরোলা জি এইট পাওয়ার লাইট।
মোটোরোলা এই ফোনটির দাম ধার্য করেছে ১০ হাজার এর আশেপাশে।