নয়াদিল্লি: দীর্ঘ জল্পনার পর অবশেষে আজ প্রকাশ্যে এল ওয়ান প্লাস ৮ ও ওয়ান প্লাস ৮ প্রো মোবাইল ফোন। এর আগেই অবশ্য এই ফোনের যাবতীয় ফিচার্স ও দাম ফাঁস হয়ে যায়। ফোনগুলি প্রকাশ্যে আসার পর দেখা গেল, যা ফাঁস হয়েছিল সেটাই ঠিক।


ওয়ান প্লাস ৮ এবং ওয়ান প্লাস ৮ প্রো দু’টি ফোনই ‘ফাইভ জি’। ২১ এপ্রিল থেকে ইউরোপে এই ফোনের বিক্রি শুরু হবে। ২৯ এপ্রিল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি শুরু হবে। তবে ভারতে কবে থেকে বিক্রি শুরু হবে, সেটা এখনও জানা যায়নি। ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় অনলাইনে বা দোকানে বিক্রি করা যাবে না কোনও ফোন। ভারতে এই ফোনের দাম কত হবে, সেটাও এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, ভারতে ওয়ান প্লাস ৮ প্রো-র দাম হতে পারে ৬৮,৩০০ টাকা থেকে ৭৫,৯০০ টাকার মধ্যে। ওয়ান প্লাস ৮-এর দাম হতে পারে ৫৩ হাজার টাকা থেকে ৬০,৭০০ টাকা মধ্যে।

ওয়ান প্লাস ৮ এবং ওয়ান প্লাস ৮ প্রো ফোন পাওয়া যাবে দু’টি কনফিগারেশনে। সেগুলি হল ৮ জিবি বা ১২৮ জিবি এবং ১২ জিবি বা ২৫৬ জিবি। এখনও পর্যন্ত ওয়ান প্লাসের যত ফোন বাজারে এসেছে, তার মধ্যে ৮ প্রো-ই সেরা। এই ফোনে অয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা আছে। এই ফোনে দ্রুত চার্জ দেওয়া যাবে। ওয়ান প্লাস সিরিজের প্রথম ফোন হিসেবে আইপি রেটিং (আইপি৬৮) পেয়েছে ৮ প্রো। এই ফোন জল ও ধুলো আটকাতে সক্ষম।

যে কোনও ফোনেরই অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হল ক্যামেরা। ওয়ান প্লাস ৮ এবং ৮ প্রো-ও এর ব্যতিক্রম নয়। ৮ প্রো-র ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরা চারটি। তার মধ্যে প্রধান ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল। এছাড়া ৪৮ মেগাপিক্সেলের অন্য ক্যামেরাটিতে ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড ভিউ পাওয়া যাবে। এছাড়া থ্রি এক্স অপটিক্যাল জুম সহ ৮ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এই ফোনে। ওয়ান প্লাস ৮-এ তিনটি ব্যাক ক্যামেরা আছে। তার মধ্যে প্রধান ক্যামেরাটি ৪৮ মেগাপিক্সেল। এছাড়া ১৬ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল।