নয়াদিল্লি: অবশেষে অপেক্ষার অবসান হল। আজই লঞ্চ হল ওয়ান প্লাস ৮ সিরিজের স্মার্টফোন। এই সিরিজে আপাতত থাকছে দুটি ফোন। ওয়ানপ্লাস ৮ ও ওয়ানপ্লাস ৮ প্রো। এছাড়াও আরও দুটি অ্যাকসসরিজ একই সঙ্গে লঞ্চ হওয়ার কথা – ৩০W Wrap ওয়্যারলেস চার্জার, বুলেট ওয়্যারলেস Z ইয়ারবাডস।
এই চারটি ডিভাইস ইতিমধ্যেই গ্যাজেট-প্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।ওয়ান প্লাস ফোনের জনপ্রিয়তা এমনিতেই তুঙ্গে।
করোনা পরিস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মেই ওয়ান প্লাস তাদের নতুন সিরিজ প্রকাশ্যে আনবে। লঞ্চের অনুষ্ঠান দেখা যাবে সংস্থার অফসিয়াল ওয়েবসাইট ও ইউটিউবে। এই সিরিজের দাম নিয়েও চলছে প্রচুর জল্পনা। তাও জানা যাবে লঞ্চ-অনুষ্ঠানেই।
দুটি ফোনেরই সুপারফাস্ট ডিসপ্লেই হতে চলেছে অন্যতম আকর্ষণ। এতে যে শুধু গেম খেলতেই সুবিধে হয় এমন নয়, যে কোনও কাজেই এই ফাস্ট ডিসপ্লে বিশেষ সুবিধে দেবে। দুটি ফোনের প্যানেলে অল্পবিস্তর ফারাক থাকবে।
ওয়ান প্লাস ৮ ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে। অ্যাসপেক্ট রেসিও হবে ২০:৯। পিক্সেল ডেনসিটি ৪০২ পিপিআই। ওয়ান প্লাস প্রো র স্ক্রিন হবে ৬.৭৮ ইঞ্চির। পিক্সেল ডেনসিটি ৫১৩ পিপিআই। অ্যাসপেক্ট রেসিও ১৯.৮:৯।
ওয়ানপ্লাসের দুটি ফোনই ইন্ডাস্ট্রির সেরা হার্ডওয়্যার ব্যবহার করা হচ্ছে, দাবি সংস্থার।
ওয়ান প্লাস ৮ এ আছে ট্রিপল ক্যামেরা সেট আপ। প্রাইমারি লেন্সটি ৪৮ মেগা পিক্সেলের। এছাড়া আর দুটি লেন্স ১৬ ও ২ মেগাপিক্সেলের। ওয়ানপ্লাস ৮ প্রো তে থাকছে ৪ ক্যামেরার সেট আপ। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৪৮ মেগা পিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও আরোকটি ৫ মেগা পিক্সেল লেন্স।
শোনা যাচ্ছে, এরই সঙ্গে ঘোষণা হতে পারে ওয়ান প্লাস ৮ এর একটি লাইট ভার্সনের। যার দামও হতে পারে মধ্যবিত্তের আয়ত্বের মধ্যে!
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বাজারে আসছে ওয়ান প্লাসের নতুন সিরিজ, ফিচার শুনলে চমকে যাবেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2020 02:02 PM (IST)
শোনা যাচ্ছে, এরই সঙ্গে ঘোষণা হতে পারে ওয়ান প্লাস ৮ এর একটি লাইট ভার্সনের। যার দামও হতে পারে মধ্যবিত্তের আয়ত্বের মধ্যে!
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -