নয়াদিল্লি: চিনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Poco তাদের নয়া স্মার্টফোন POCO F2 চলতি মাসেই লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগে থেকেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। এর আগে কোম্পানি X2 স্মার্টফোন বাজারে এনেছিল। কয়েক বছর আগে লঞ্চ হওয়া কোম্পানির POCO F1 বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এখন দেখা যাক, তাদের নতুন ফোনে কী কী সুবিধা থাকতে পারে।
Xiaomi থেকে পৃথক হয়ে POCO এখন আলাদা একটি ব্র্যান্ড হয়ে উঠেছে। সম্প্রতি তারা ভারতে X2 স্মার্টফোন নিয়ে এসেছিল। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, চলতি মাসেই POCO F2 লঞ্চ হতে পারে। POCO F2 চিনে লঞ্চ হওয়া Redmi K30 Pro-র গ্লোবাল ভার্সন হতে পারে। POCO F2 ৪ জি কানেক্টিভিটি সহ ভারত ও বিশ্বের বাকি দেশগুলিতে লঞ্চ হতে পারে, তা ৫ জি ডিভাইস হবে না।
POCO F2 ছাড়া কোম্পানি এর Lite ভার্সনও লঞ্চ করতে পারে। তাদের নয়া স্মার্টফোনে কিছু ছবিও বাইরে বেরিয়েছে। মনে করা হচ্ছে, এই ফোনের দাম তুলনামূলকভাবে কম হতে পারে। জানা গেছে, পারফরম্যান্সের জন্য এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 765 প্রোসেসর। সঙ্গে দেওয়া হতে পারে ৫ জি মোডেম।
যে খবর সামনে এসেছে, তাতে জানা গিয়েছে যে, এই ফোনে ৬৪ মেগাপিক্সেল বা ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকতে পারে। এতে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকতে পারে। যদিও কোম্মানির রিয়ার প্যানেলের ছবি এখনও সামনে আসেনি। তাই এতে ট্রিপল রিয়ার ক্যামেরা, না কোয়াড ক্যামেরা থাকবে, তা বলার সময় এখনও আসেনি। তবে খুব শীঘ্রই সবকিছু সাফ হয়ে যাবে।
চলতি মাসেই লঞ্চ হতে পারে POCO F2 স্মার্টফোন, জেনে নেওয়া যাক, সম্ভাব্য ফিচার কী হতে পারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 May 2020 09:04 AM (IST)
চিনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা Poco তাদের নয়া স্মার্টফোন POCO F2 চলতি মাসেই লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগে থেকেই এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। এর আগে কোম্পানি X2 স্মার্টফোন বাজারে এনেছিল।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -