নয়াদিল্লি : পাবজি ভক্তদের জন্য খারাপ খবর। আজ ৩০ অক্টোবর থেকে ভারতে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই গেমিং অ্যাপ্লিকেশন। ফেসবুক পেজে এক বিবৃতি দিয়ে পাবজি কর্তৃপক্ষ জানিয়েছে, পাবজি মোবাইল ও পাবজি মোবাইল লাইট অ্যাপ্লিকেশন আজ থেকে স্তব্ধ হয়ে যাচ্ছে ভারতে।


২ সেপ্টেম্বর ভারত সরকার দেশের নিরাপত্তা রক্ষার্থে ২০০৯ সালের প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় ১১৮ টি অ্যাপ বন্ধ করার কথা ঘোষণা করে। যে তালিকায় ছিল পাবজি ও পাবজি লাইট অ্যাপ্লিকেশনও। লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘাতের পর থেকে দেশের নিরাপত্তার জন্য সেদেশের সঙ্গে কোনও না কোনওভাবে যুক্ত সবরকম অ্যাপ  বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। এতদিন আগে থেকে ডাউনলোডের অ্যাপ গুলি চালু থাকলেও তা শুক্রবার থেকে কাজ করা বন্ধ করে দিচ্ছে ভারতে।


ফেসবুক ঘোষণায় পাবজি মোবাইল জানিয়েছে, ২ সেপ্টেম্বর ২০২০ সালে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা অন্তর্বর্তীকালীন নির্দেশ মেনে টেনসেন্ট গেমস আজ ৩০ অক্টোবর থেকে পাবজি মোবাইল নডরিক ম্যাপ ও পাবজি মোবাইল লাইটের সমস্ত পরিষেবা বন্ধ করছে। সবসময় নিরাপত্তা বিষয়ক বিষয়টা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য থেকেছে। ভারতে যে নিয়মনীতি মেনে কাজ করা দরকার ছিল, সেটাও বরাবর মেনে চলেছি আমরা। সবশেষে পাবজি মোবাইলকে যে ভালোবাসা আপনারা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানিয়ে আমাদের সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।


গোটা বিশ্বে পাবজি ডাউনলোডের সংখ্যা ৬০ কোটির বেশি। অ্যাক্টিভ ইউজার্সের সংখ্যা ৫ কোটি। যার মধ্যে ভারতেই সংখ্যাটা ৩.৩ কোটি।