নয়াদিল্লি: সস্তায় ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে টেলিকম কোম্পানিগুলির মধ্যে জোর টক্কর দেখা যাচ্ছে। দেশের প্রথমসারির কোম্পানিগুলি মাসে ১০০০ টাকার মধ্যে দারুণ সব অফার দিচ্ছে। এগুলিতে ডেটা ও ভয়েস কলের মতো সুবিধা রয়েছে। সঙ্গে বিনোদনের ও খুব ভালো অফার দেওয়া হচ্ছে। ভারতীয় এয়ারটেল এই রেঞ্চের মধ্যে দুটি প্ল্যান এনেছে। একটি প্ল্যান মাসে ৭৯৯ টাকার, অন্যটি ৯৯৯ টাকার।
এয়ারটেল এই অফারে বেসিক প্ল্যানে ১৫০ জিবি ডেটা ও ১০০ এমবি প্রতি সেকেন্ডে স্পিড দিচ্ছে। এন্টারটেনমেন্ট প্ল্যানে ৩০০ জিবি ডেটার সঙ্গে ২০০ এসবি প্রতি সেকেন্ড স্পিড দিচ্ছে। এছাড়াও কোম্পানি তাদের সমস্ত ব্রডব্র্যান্ড প্ল্যানে আনলিমিডেট এসটিডি কল ও লোকাল কলের সুবিধা দিচ্ছে।
ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রে ভারতীয় বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে রিলায়েন্স জিও। তারাও এক হাজার টাকায় দুই প্রকারের অফার দিচ্ছে। এরমধ্যে একটি মাসে ৬৯৯ টাকার প্ল্যান। দ্বিতীয়টি মাসে ৮৪৯ টাকার সিলভার প্ল্যান। কোম্পানি ব্রাউজার প্ল্যানে ১০০ জিবি ডেটার সঙ্গে ৫০ জিবি ডেটা ফ্রি দেওয়া হচ্ছে। এরসঙ্গে ১০০ এমবি প্রতি সেকেন্ড স্পিড দেওয়া হচ্ছে। সিলভার প্ল্যানে ২০০ জিবি ডেটার সঙ্গে ২০০ জিবি ডেটা ফ্রি ও ১০০ এমবি স্পিড দেওয়া হচ্ছে। জিও-র দুটি প্ল্যানেই টিভি ভিডিও কলিং, কনফারেন্সিংয়ের সুবিধা রয়েছে।

অন্যদিকে ভারত সঞ্চার নিগম লিমিটেড এই রেঞ্জে বেশ কয়েকটি অফার দিচ্ছে। বিএসএনএল ১০০০ টাকার মধ্যে চার ধরনের প্ল্যানের অফার দিচ্ছে। কোম্পানির মাসে ৮৪৯ টাকার প্ল্যানে হাই স্পিড ৬০০ জিবি ডেটা দেওয়া হচ্ছে।