দিনে ২ জিবি ডেটা সহ নয়া বার্ষিক প্ল্যান, সঙ্গে তিন অ্যাড-অন প্যাক রিলায়েন্স জিও-র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 May 2020 03:47 PM (IST)
রিলায়েন্স জিও তাদের প্রিপেড ইউজারদের জন্য নয়া প্ল্যানের ঘোষণা করল। কোম্পানি নয়া অ্যাড-অন প্যাকের সঙ্গে ২,৩৯৯ টাকার এক নতুন দীর্ঘমেয়াদি প্ল্যানও চালু করেছে।
নয়াদিল্লি: রিলায়েন্স জিও তাদের প্রিপেড ইউজারদের জন্য নয়া প্ল্যানের ঘোষণা করল। কোম্পানি নয়া অ্যাড-অন প্যাকের সঙ্গে ২,৩৯৯ টাকার এক নতুন দীর্ঘমেয়াদি প্ল্যানও চালু করেছে। রিলায়েন্স জিও-র ২৩৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন গ্রাহকরা ২ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। এই প্ল্যানে রয়েছে মোট ৭৩০ জিবি ডেটা। এই প্ল্যানে জিও নেটওয়ার্কের সঙ্গে অন্য নেটওয়ার্কেও আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। এই সুবিধার পাশাপাশি গ্রাহকরা মাই জিও অ্যাপের বাকি অ্যাপগুলির অ্যাকসেসও পাবেন। ওই অ্যাপগুলির মধ্যে রয়েছে জিওসিনেমা ও জিওটিভি। রিলায়েন্স জিও-র ২,১২১ টাকার দীর্ঘমেয়াদি প্ল্যান রয়েছে। এই প্ল্যান চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে। এই প্ল্যান অনুসারে গ্রাহকদের দেওয়া হয় প্রতিদিন ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানে মোট ডেটা ৫০৪ জিবি। এতে রয়েছে জিও থেকে জিও আনলিমিটেড কলিং ও অন্যান্য ইউজার ১২,০০০ মিনিট কলিংয়ের সুবিধা। সঙ্গে রয়েছে রোজ ১০০ এসএমএস ফ্রি। পাশাপাশি গ্রাহকরা মাই জিও অ্যাপের বাকি অ্যাপগুলির অ্যাকসেসও পাবেন। ওই অ্যাপগুলির মধ্যে রয়েছে জিওসিনেমা ও জিওটিভি। রিলায়েন্স জিও ১৫১ অ্যাড-অন প্যাক- এই প্ল্যানে রয়েছে ৩০ জিবি ডেটা। রিলায়েন্স জিও ২০১ টাকার অ্যাড-অন প্যাক-এতে পাওয়া যায় ৪০ জিবি ডেটা। রিলায়েন্স জিও ২৫১ টাকার অ্যাড অন প্যাক- এই প্ল্যানে রয়েছে ৫০ জিবি ডেটা।