মুম্বই: চলতি মাসেই ভারতের বাজারে 'গ্যালাক্সি এম৩১এস' ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং। সংস্থা জানিয়েছে, অগাস্ট মাস থেকে বাজারে মিলবে মিড-রেঞ্জ সিরিজের এই ফোনটি। গত ফেব্রুয়ারি মাসেই ভারতে মুক্তি পাওয়া 'গ্যালাক্সি এম৩১' মডেলের অনুকরণেই তৈরি করা হয়েছে 'গ্যালাক্সি এম৩১এস'।


জানা গিয়েছে, 'গ্যালাক্সি এম৩১এস' খোলা বাজারে যেমন বিক্রি হবে, তেমনই পাওয়া যাবে আমাজন অনলাইন স্টোরে। খবর, ভারতে এই ফোনের দাম আনুমানিক ২০ হাজার টাকা রাখা হয়েছে। সরকারিভাবে এখনও এই ফোন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি স্যামসাং। তবে, বেশ কিছু গ্যাজেট সার্টিফিকেশন সাইটে এই ফোন সম্পর্কিত তথ্য রয়েছে।


যেমন জানা গিয়েছে, এই ফোনটির প্রসেসর সংস্থার নিজস্ব অক্টা-কোর এক্সিনোস ৯৬১১ চিপসেট নির্ভর। সঙ্গে রয়েছে ৬ জিবি র‌্যাম। আরও জানা গিয়েছে, এই ফোনে রয়েছে ৬ হাজার এমএএইচ শক্তিশালী ব্যাটারি। ইন্টারনাল স্টোরেজ রয়েছে ১২৮ জিবি। ক্যামেরার কথায় বলতে গেলে এই ফোনের পিছন দিকে থাকবে একটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ চারটি ক্যামেরা। থাকবে অ্যামোলেড ইনফিনিটি ও ডিসপ্লে। সঙ্গে বাড়তি পাওনা-- সেলফির জন্য বিশেষ হোল-পাঞ্চ কাটআউট।


গ্যাজেট বিশেষজ্ঞদের মতে, 'গ্যালাক্সি এম৩১এস'-এর মূল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে 'রিয়েলমি এক্স২'-এর সঙ্গে। এই ফোনের দাম ১৬,৯৯৯ টাকা থেকে শুরু। এই ফোনকে চালিকাশক্তি দেয় স্ন্যাপড্রাগন ৮৫৫+ প্রসেসর। ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এস-অ্যামোলেড ডিলপ্লে। সঙ্গে থাকছে ওয়াটারড্রপ নচ স্ক্রিন, যা ফুল এইচডি রিসোলিউজন প্রদান করে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


এছাড়া, 'রিয়েলমি এক্স২' ফোনে রয়েছে ৪ হাজার এমএএইচ ব্যাটারি। ৫০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। ভারতে এখনও পর্যন্ত যত ফোন রয়েছে, তার মধ্যে সবচেয়ে দ্রুত চার্জ হয় এই ফোন। পিছনে চারটি ক্যামেরা-- যার রিসোলিউশন যথাক্রমে ৬৪-৮-২-২ মেগাপিক্সেল। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।