5000 mAh ব্যাটারি সহ স্যামসাং নিয়ে এল গ্যালাক্সি M11
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Apr 2020 05:12 PM (IST)
থাকছে 3GB RAM এর সঙ্গে অক্টা-কোর প্রোসেসর। গুগল প্লে লিস্টিং অনুসারে এই প্রোসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০। এই স্মার্টফোনে পাঞ্চ-হোল কাটআউটের সঙ্গে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।
নয়াদিল্লি:মোবাইল ফোন প্রস্ততকারী সংস্থা স্যামসাং গ্যালাক্সি-এর এম সিরিজের এক নতুন অ্যান্ড্রয়েড ফোন বাজারে নিয়ে এল। এই স্মার্টফোনকে Galaxy M10s –এর আপগ্রেডেড মডেল হিসেবে মনে করা হচ্ছে। এই স্মার্টফোনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর 5000mAH ব্যাটারি। সেইসঙ্গে এতে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা ও পাঞ্চ-হোল ডিসপ্লে। ব্ল্যাক ,মেটালিক ব্লু ও ভায়োলেট-এই তিন রঙে ফোনটি পাবেন গ্রাহকরা। এতে রয়েছে ৩২ জিবি ইন্টারন্যাল মেমোরি। এক্সটারন্যাল মেমোরি কার্ডের সাহায্যে তা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এই স্মার্টফোনের পিছনের দিকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে 3GB RAM এর সঙ্গে অক্টা-কোর প্রোসেসর। গুগল প্লে লিস্টিং অনুসারে এই প্রোসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০। এই স্মার্টফোনে পাঞ্চ-হোল কাটআউটের সঙ্গে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। Galaxy M11 ডুয়েল সিম (ন্যানো) স্মার্টফোন। ছবি তোলার জন্য এতে রয়েছে রিয়ার ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সেইসঙ্গে ২এমপি ডেপ্থ সেন্সর ও ৫এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সুবিধা রয়েছে এই ফোনে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮এমপি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের দান প্রায় ৯ হাজারের মতো বলে মনে করা হচ্ছে।এর ব্যাটারি 15W ফাস্ট চার্জি সাপোর্ট করে। কানেক্টিভিটির মধ্যে রয়েছে ৪ জি, ওয়াই-ফাই802.11 বি / জি / এন, ব্লুটুথ 4.2, জিপিএস।