Amul MD Jayen Mehta: আমূল সংস্থার ম্যানেজিং ডিরেক্টর জৈন মেহতা এসেছিলেন এবিপি ইন্ডিয়া অ্যাট ২০৪৭ সামিটে। আর এই অনুষ্ঠানে এসে তিনি জানান যে এই বছরের মধ্যেই আমূল হয়ে উঠবে বার্ষিক ১ লক্ষ কোটির টার্ন ওভারের (ABP India at 2047 Summit) একটি ব্র্যান্ড। গ্রাহকদের মধ্যে ব্র্যান্ডের আস্থা তৈরি এবং বজায় রাখার বিষয়ে কথা বলতে গিয়ে আমূল সংস্থার এক্সিকিউটিভ জানান যে সংস্থা সর্বদা অর্থের বিনিময়ে কিছু গুরুত্ব প্রদানের উপরেই নজর রেখেছে।

এবিপি নেটওয়ার্ক ইন্ডিয়া অ্যাট ২০৪৭-ের শীর্ষ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আমূলের ম্যানেজিং ডিরেক্টর জৈন মেহতা বিস্তারিতভাবে জানান যে কীভাবে তাদের সমবায় মডেলের অধীনে আমূল সংস্থা কৃষক, দুধ সংগ্রহকারী থেকে খুচরো বিক্রেতা, পরিবেশক পর্যন্ত সকল অংশীদারদের একত্রিত করার উপরে নজর রাখে। যাতে তারা একটি সাধারণ লক্ষ্য অর্জন করে আর সকলের জন্য ব্র্যান্ডটিকে সফল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারে।

জৈন মেহতা উল্লেখ করেন যে, ব্র্যান্ডটি দুটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। একদিকে কৃষক ও অন্যদিকে ভোক্তা বা গ্রাহক। তাঁর সংস্থা তাদের পণ্যের উপরে ভোক্তা যত ব্যয় করেন তাঁর ৮০ শতাংশ দিয়ে থাকে কৃষকদের। তিনি জানান, 'আজ যদি আপনি ১০০ টাকা দামের কোনও আমূলের পণ্য কেনেন তাহলে এর মধ্যে থেকে ৮০ টাকা চলে যাবে সরাসরি কৃষকদের পকেটে'।

জৈন মেহতা আরও বলেন যে আমূল আদপে কৃষক-নিয়ন্ত্রিত কাঠামোর উপরে কাজ করে। আর যদি এই মডেলটি অন্যান্য সেক্টরেও নিয়ে আসা যায় তাহলে এতে কৃষক ও গ্রাহক উভয়েই উপকৃত হবেন। তিনি জানান যে আমূল এমনই একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে যাতে গ্রামেই উৎপাদিত দুধ গ্রামেই ঠান্ডা করে পরীক্ষা করা হত এবং কৃষকদের সেই অনুযায়ী টাকা দেওয়া হত। আর এভাবেই দুধ হয়ে উঠেছে ভারতের বৃহত্তম কৃষিপণ্য।

এবিপি ইন্ডিয়া অ্যাট ২০৪৭

৬ মে দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হয়েছে এই সম্মেলন যা মূলত নজরে রেখেছে আগামী দিনে বৈশ্বিক ও জাতীয় স্তরে ভারতের অবস্থানকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজকের এই অনুষ্ঠানের শেষ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানাবেন ভারতের ভবিষ্যতের চেহারা নিয়ে তিনি কী ভাবছেন। এবিপি লাইভ ওয়েবসাইটে সরাসরি দেখা যাবে এই অনুষ্ঠান এবং দেখা যাবে এবিপি লাইভের ইউটিউব চ্যানেল ও অ্যাপেও।