Lok Sabha Election Results 2019: ‘শেষ নিশ্বাস পর্যন্ত প্রতিটি মুহূর্ত দেশের সেবা করব, সংবিধান রক্ষা করব’, বিজয়ী ভাষণে দেশবাসীকে আশ্বাস নরেন্দ্র মোদির

কমিশন সূত্রে খবর, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে লটারি হবে। তা থেকে বেছে নেওয়া হবে প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫টি করে ভিভিপ্যাট। ভিভি প্যাট গণনার জন্যও আলাদা ঘেরা কাউন্টার করা হয়েছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 May 2019 11:57 PM

ঘড়ির কাটায় তখন সাড়ে সাতটা কিংবা তার কিছুটা বেশি। দিল্লির দিনদয়াল উপাধ্যায় ভবনে বিজয়ী ভাষণ সমাপ্ত করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও সিকিমে নতুন সরকার গঠনের আগে নরেন্দ্র মোদির সেনাপতি আগাম শুভেচ্ছা জানালেন ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি ও এসডিএফ-কে। সঙ্গে একহাত নিলেন তৃণমূলকেও। নাম না করে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাংলায় যেভাবে ‘সন্ত্রাসের বিরুদ্ধে’ লড়াই করে বিজেপি গেরুয়া নিশান উড়িয়েছে, তাতে দলের প্রতিটি কর্মীকেই অভিবাদন জানালেন শাহ। এরপরই নিজের বক্তব্য পেশ করতে উঠলেন নরেন্দ্র দামোদর দাস মোদি। করতালিতে তাঁকে স্বাগত জানাল উদ্বেলিত জনতা। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে নরেন্দ্র মোদিকে অভিবাদন জানালেন শাহ, রাজনাথ সিংহ সহ শিবরাজ সিংহ চৌহানের মতো নেতারা।
বলা শুরু করলেন মোদি। শুরুতেই ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহকে শুভেচ্ছা জানালেন তিনি। এরপর গোটাটাই ‘দোশাত্মবোধক’ ভাষণে এগিয়ে নিয়ে গেলেন নিজের বক্তব্য। “এই জয় মোদির জয় নয়, দেশবাসীর জয়”, বক্তব্যের শুরুতেই বললেন নরেন্দ্র মোদি। তারপরই ১৩০ কোটির ভারতকে আশ্বস্ত করলেন, তিনি দেশের গণতন্ত্র, সংবিধানকে অক্ষত রেখে সরকারের প্রতি দায়বদ্ধ হয়ে সবার জন্য কাজ করবেন।


নিজের জন্য কিছু করব না। আমার জীবনের প্রতিটা মুহূর্ত দেশবাসীর সেবায় নিয়োজিত থাকবে।
সংখ্যারিষ্ঠাতা পাওয়ার পর এদিনও বিরোধীদের বিরুদ্ধে একদফা সুর চড়াতে শোনা গেল প্রধানমন্ত্রীকে। তাঁর বক্তব্য, বিরোধীরা ধর্মনিরেপক্ষতার মুখোশ পরে মানুষকে ঠকাতে চেয়েছিল। মোদির বক্তব্য, দেশের মানুষ নব্য ভারতের পক্ষে রায় দিয়েছে।


এখন দেশে কেবল ২টো শ্রেণিই আছে। একটা গরিব শ্রেণি। অন্য আরেকটি শ্রেণি, যারা দেশ থেকে গরিবি-কে সমূলে উত্খাত করতে সর্বতভাবে চেষ্টা করছে।
শনিবার ওয়াইএসআর কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠক, ৩০ মে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন জগনমোহন রেড্ডি
হতাশাজনক ফল, আমাদের জেতা উচিত ছিল, বলছেন শীলা দীক্ষিত
হতাশাজনক ফল, আমাদের জেতা উচিত ছিল, বলছেন শীলা দীক্ষিত
কর্ণাটকের টুমকুরে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকে ১৩,৩৩৯ ভোটে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী জি এস বাসবরাজ
কর্ণাটকের টুমকুরে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়াকে ১৩,৩৩৯ ভোটে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী জি এস বাসবরাজ
৪ লক্ষ ৭৯ হাজার ৫০৫ ভোটে বারাণসী লোকসভা কেন্দ্রে জয়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিধানসভা নির্বাচনে টিডিপি-র ভরাডুবির জের, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা চন্দ্রবাবু নাইডুর
বিধানসভা নির্বাচনে টিডিপি-র ভরাডুবির জের, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা চন্দ্রবাবু নাইডুর
জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ
জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ
অমেঠিতে ৩৮,৪৪৯ ভোটে রাহুল গাঁধীকে হারিয়ে দিলেন স্মৃতি ইরানি
অমেঠিতে ৩৮,৪৪৯ ভোটে রাহুল গাঁধীকে হারিয়ে দিলেন স্মৃতি ইরানি
ট্যুইটারে নামের আগে ‘চৌকিদার’ মুছে দিলেন নরেন্দ্র মোদি
ট্যুইটারে নামের আগে ‘চৌকিদার’ মুছে দিলেন নরেন্দ্র মোদি
ট্যুইটারে নামের আগে ‘চৌকিদার’ মুছে দিলেন নরেন্দ্র মোদি
ট্যুইটারে নামের আগে ‘চৌকিদার’ মুছে দিলেন নরেন্দ্র মোদি
জয়ের জন্য মোদিকে অভিনন্দন প্রিয়ঙ্কার
অমেঠিতে হার মেনে স্মৃতিকে অভিনন্দন রাহুলের
অমেঠিতে হার মেনে স্মৃতিকে অভিনন্দন রাহুলের
অমেঠিতে হার মেনে স্মৃতিকে অভিনন্দন রাহুলের
অমেঠিতে ২২ হাজার ভোটে পিছিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী
ফের লোকসভা নির্বাচনে জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফের লোকসভা নির্বাচনে জয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন বার্তা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নরেন্দ্র মোদিকে অভিনন্দন, কংগ্রেসের অমিত শাহের মতো একজনকে দরকার, ট্যুইট মেহবুবা মুফতির
বিজেপি-র জয় ফ্লুক নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প প্রত্যাখ্যান করেছে দেশ, মন্তব্য ওমর আবদুল্লার
অমেঠিতে ১৯ হাজার ভোটে পিছিয়ে রাহুল গাঁধী, এগিয়ে স্মৃতি ইরানি
এই মুহূর্তে সারা দেশে ৩৪১টি আসনে এগিয়ে এনডিএ, ৯০টি আসনে এগিয়ে ইউপিএ এবং ১১১টি আসনে এগিয়ে অন্যান্যরা
কেরলের ওয়ানাডে ৪ লক্ষ ভোটে জয়ী কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী
গাঁধীনগরে ৫ লক্ষ ৫৪ হাজার ভোটে জয়ী বিজেপি সভাপতি অমিত শাহ
লোকসভা নির্বাচনের ফল ঐতিহাসিক ও অভূতপূর্ব, মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের
মধ্যপ্রদেশে গণনাকেন্দ্রেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস নেতা রতন সিংহ ঠাকুরের
মধ্যপ্রদেশে গণনাকেন্দ্রেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু কংগ্রেস নেতা রতন সিংহ ঠাকুরের
এড়িশা বিধানসভা নির্বাচনে ফের বিজেডি-র জয়ের জন্য নবীন পট্টনায়েককে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এড়িশা বিধানসভা নির্বাচনে ফের বিজেডি-র জয়ের জন্য নবীন পট্টনায়েককে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
হারের জন্য ইভিএম-কে দোষ দেবেন না, জানালেন এনসিপি প্রধান শরদ পওয়ার
অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগনমোহন রেড্ডিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিজেপি-র অভূতপূর্ব জয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন লালকৃষ্ণ আডবাণীর, প্রশংসা করলেন দলীয় সভাপতি অমিত শাহেরও
বিরোধীদের নেতিবাচক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন দেশের মানুষ। লোকসভা নির্বাচনে ফের এনডিএ-র বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, ‘লোকসভা নির্বাচনে বিজেপি ও জোটসঙ্গীদের জয়ের জন্য মোদিজিকে অভিনন্দন জানাতে চাই। বিরোধীদের নেতিবাচক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন মানুষ। তাঁরা দেখিয়ে দিয়েছেন, পরিবারবাদ, বংশবাদ ও জাতিবাদ আর সফল হবে না।’
সারা দেশে এই মুহূর্তে ৩৪৬টি আসনে এগিয়ে এনডিএ, ৯১টি আসনে এগিয়ে ইউপিএ এবং অন্যান্যরা এগিয়ে ১০৫টি আসনে
ভাটপাড়া উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী পবন সিংহ, হার তৃণমূল প্রার্থী মদন মিত্রর
এই মুহূর্তে ৩৪৬টি আসনে এগিয়ে এনডিএ, ৯০টি আসনে এগিয়ে ইউপিএ এবং অন্যান্যরা এগিয়ে ১০৬টি আসনে
এই মুহূর্তে ৩৪৬টি আসনে এগিয়ে এনডিএ, ৯০টি আসনে এগিয়ে ইউপিএ এবং অন্যান্যরা এগিয়ে ১০৬টি আসনে
এই মুহূর্তে ৩৪৬টি আসনে এগিয়ে এনডিএ, ৯০টি আসনে এগিয়ে ইউপিএ এবং অন্যান্যরা এগিয়ে ১০৬টি আসনে
এই মুহূর্তে ৩৪৬টি আসনে এগিয়ে এনডিএ, ৯০টি আসনে এগিয়ে ইউপিএ এবং অন্যান্যরা এগিয়ে ১০৬টি আসনে
সন্ধে ৬ টায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদি
পটনা সাহিব থেকে এগিয়ে বিজেপির রবিশঙ্কর প্রসাদ
মেদিনীপুরে ১২ হাজার ভোটে এগিয়ে দিলীপ ঘোষ।
বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ট্যুইট মমতার, বার্তায় ফলাফল নিয়ে সংশয়ের ইঙ্গিত।





বাংলায় এই মুহূর্তে এগিয়ে-
তৃণমূল ২২
বিজেপি ১৯
কংগ্রেস ১
পিছিয়ে জয়া প্রদা ও হেমা মালিনী
বহরমপুরে ৩৫ হাজার ভোটে এগিয়ে কংগ্রেসের অধীর চৌধুরী।
উলুবেড়িয়ায় ৬৯ হাজার ভোটে এগিয়ে সাজদা আহমেদ
উত্তরপ্রদেশে ৫৭ আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ১টি, অন্যান্য ২২টি
৪২ হাজার ভোটে এগিয়ে শান্তনু ঠাকুর
বাংলায় এই মুহূর্তে এগিয়ে -
তৃণমূল ২৩
বিজেপি ১৮
কংগ্রেস ১
হাওড়ায় ৩৭ হাজার ভোটে এগিয়ে প্রসূণ বন্দ্যোপাধ্যায় (তৃণমূল)
আসানসোলে ৭৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয় (বিজেপি)
১ লক্ষ ১ হাজার ভোটে এগিয়ে মিমি চক্রবর্তী
১ লক্ষ ৩৬ হাজার ভোটে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


#ABPResults2019 ‘মোদি সুনামি’! বললেন পাসোয়ান-প্রভু, কাল বৈঠকে বসতে পারে বিজেপি সংসদীয় বোর্ড https://t.co/YwIRnZotcJ pic.twitter.com/UdGdgJVGUG— ABP Ananda (@abpanandatv) May 23, 2019

অন্ধ্রপ্রদেশে বিরাট ধাক্কা টিডিপির, ইস্তফা দিতে পারেন চন্দ্রবাবু নাইডু


সারা ভারতে এখনও পর্যন্ত গণনা অনুসারে এগিয়ে,
বিজেপি ২৯২
কংগ্রেস ৫১
অন্যান্য ১১৪
নওদা উপনির্বাচন, এগিয়ে তৃণমূল প্রার্থী
৪০,১০০ ভোটে এগিয়ে গেলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়
৪০,১০০ ভোটে এগিয়ে গেলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া পূর্ব উপনির্বাচনে এগিয়ে তৃণমূল
কৃষ্ণগঞ্জ পূর্ব উপনির্বাচন এগিয়ে বিজেপি
হবিবপুর উপনির্বাচন, এগিয়ে বিজেপি
ভাটপাড়া উপনির্বাচন এগিয়ে বিজেপি
ইসলামপুর উপনির্বাচন এগিয়ে তৃণমূল
বিষ্ণুপুরে এগিয়ে সৌমিত্র খাঁ
বাংলায় এই মুহূর্তে এগিয়ে-
তৃণমূল ২৫
বিজেপি ১৬
কংগ্রেস ১
বাংলায় ২৩ আসনে এগিয়ে তৃণমূল, ১৮ আসনে বিজেপি, ১ আসনে কংগ্রেস
লোকসভা নির্বাচনে এগিয়ে বিজেপি, ঊর্ধ্বমুখী শেয়ার বাজার
২ লক্ষেরও বেশি ভোটে এগিয়ে গিরিরাজ সিংহ, অমিত শাহ
এবার ৭২৪ ভোটে এগিয়ে গেলেন দিলীপ ঘোষ
৩৬৫ ভোটে এগিয়ে গেলেন মানস ভুঁইঞা
এখনও পর্যন্ত গণনা অনুসারে,
এনডিএ ৩৩৭
ইউপিএ ৯১
অন্যান্য ১১৪
বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে এগিয়ে বিজেপির এসএস অহলুওয়ালিয়া।
ফল ঘোষণার মধ্যে রাহুলের বাড়িতে প্রিয়ঙ্কা
কান্দি উপনির্বাচনে এগিয়ে তৃণমূল
দার্জিলিং বিধানসভা উপনির্বাচন এগিয়ে বিজেপি
বাংলায় ২৪ আসনে এগিয়ে তৃণমূল, ১৭ আসনে বিজেপি, ১ আসনে কংগ্রেস
দেখুন, নির্বাচনের ফলাফলের সর্বশেষ আপডেট


বাঁকুড়ায় এগিয়ে সুভাষ, পিছিয়ে সুব্রত
২৭ হাজার ২৮৩ ভোটে এগিয়ে সনিয়া
অমেঠিতে পিছিয়ে রাহুল, এগিয়ে ওয়েনাড়ে
দেখুন, কলকাতায় বিজেপি সমর্থকদের উল্লাসের ছবি


বাংলায় এখনও পর্যন্ত
তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৫ শতাংশ
বিজেপির প্রাপ্ত ভোট ৩৯ শতাংশ
সিপিএমের প্রাপ্ত ভোট ৭ শতাংশ
কংগ্রেসের প্রাপ্ত ভোট ৫ শতাংশ
১৮ হাজার ভোটে এগিয়ে মহুয়া মৈত্র
২৮, ২০২ ভোটে এগিয়ে লকেট
৩৫ হাজার ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়
বনগাঁয় আবার এগিয়ে গেলেন শান্তনু ঠাকুর।
বালুরঘাটে এগিয়ে তৃণমূলের অর্পিতা ঘোষ।


বাংলায় ২৫ আসনে এগিয়ে তৃণমূল, ১৬ আসনে বিজেপি, ১ আসনে কংগ্রেস
৪ হাজার ভোটে এগিয়ে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়
ঝাড়গ্রামে এগিয়ে বিজেপির কুনার হেমব্রম।


এখনও পর্যন্ত গণনা অনুসারে,
এনডিএ ৩৩০
ইউপিএ ৯৯
অন্যান্য ১১৩
কোচবিহারে এগিয়ে তৃণমূলের পরেশ অধিকারী
বাংলায় ২৪ আসনে এগিয়ে তৃণমূল, ১৭ আসনে বিজেপি, ১ আসনে কংগ্রেস
১ লক্ষ ১৭ হাজার ভোটে কলকাতা দক্ষিণ থেকে এগিয়ে মালা রায়।
ব্যারাকপুরে এগিয়ে দীনেশ, পিছিয়ে অর্জুন
বাংলায় ২৬ আসনে এগিয়ে তৃণমূল, ১৫ আসনে বিজেপি, ১ আসনে কংগ্রেস
জলপাইগুড়ি থেকে এগিয়ে তৃণমূলের বিজয়চন্দ্র বর্মন
বিষ্ণুপুরে এগিয়ে সৌমিত্র খাঁ (বিজেপি)
মালদা দক্ষিণে এগিয়ে গেলেন শ্রীরূপা মিত্র চৌধুরী (বিজেপি)
রায়বরেলি থেকে এগিয়ে সনিয়া
কৃষ্ণনগর কেন্দ্রে ১৮ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র
বাংলায় ২৬ আসনে এগিয়ে তৃণমূল, ১৫ আসনে বিজেপি, ১ আসনে কংগ্রেস




শেয়ার বাজার ছুঁল ৪০,০০০
৩৬, ৫৮৫ ভোটে এগিয়ে বাবুল সুপ্রিয়
মালদা উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু
শ্রীরামপুরে এগিয়ে গেলেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়
উত্তরপ্রদেশে ৮০টির মধ্যে ৬০টি আসনে এগিয়ে বিজেপি
বারাণসীতে ২০ হাজার ভোটে এগিয়ে মোদি
দার্জিলিং-এ এগিয়ে বিজেপির রাজু বিস্ত
বীরভূমে এগিয়ে গেলেন তৃণমূলের শতাব্দী রায়।
বাংলায় ২৪ আসনে এগিয়ে তৃণমূল, ১৬ আসনে বিজেপি, ২ আসনে কংগ্রেস
৩৮০২ ভোটে মেদিনীপুর থেকে এগিয়ে দিলীপ ঘোষ
৪৪ হাজার ভোটে এগিয়ে কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়
জঙ্গিপুরে এগিয়ে তৃণমূলের খলিলুর রহমন
এখনও পর্যন্ত গণন্ অনুসারে, সারা দেশে
এনডিএ ৩২৩
ইউপিএ ১০৮
অন্যান্য ১০৬
বাংলায় ২৩ আসনে এগিয়ে তৃণমূল, ১৭ আসনে বিজেপি, ২ আসনে কংগ্রেস
হুগলিতে এগিয়ে লকেট
অমেঠি ও ওয়েনাড়ে এগিয়ে গেলেন রাহুল গাঁধী
শ্রীরামপুরে এগিয়ে বিজেপির দেবজিত সরকার
মেদিনীপুরে এগিয়ে দিলীপ ঘোষ।
বাংলায় ২১ আসনে এগিয়ে তৃণমূল, ১৯ আসনে বিজেপি, ২ আসনে কংগ্রেস
ডায়মন্ড হারবারে এগিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা দক্ষিণে এগিয়ে মালা রায়।
কলকাতা উত্তরে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়।
অমেঠিতে ৭ হাজার ভোটে পিছিয়ে রাহুল
বাংলায় ২০ আসনে এগিয়ে তৃণমূল, ১৯ আসনে বিজেপি, ৩ আসনে কংগ্রেস
যাদবপুর থেকে এগিয়ে মিমি চক্রবর্তী
বীরভূমে পিছিয়ে শতাব্দী, এগিয়ে দুধকুমার
গাঁধীনগরে ৫০ হাজার ভোটে অমিত শাহ
বাংলায় ২১ আসনে এগিয়ে তৃণমূল, ১৯ আসনে বিজেপি, ২ আসনে কংগ্রেস
তমলুকে এগিয়ে দিব্যেন্দু অধিকারী
এখনও পর্যন্ত গণনায়
এনডিএ ৩১০
ইউপিএ ১১৭
অন্যান্য ১০৪
পটনা সাহিব থেকে পিছিয়ে শত্রুঘ্ন সিনহা
বাংলায় ২১ আসনে এগিয়ে তৃণমূল, ১৯ আসনে বিজেপি, ২ আসনে কংগ্রেস
বাংলায় ২০ আসনে এগিয়ে তৃণমূল, ১৯ আসনে বিজেপি, ২ আসনে কংগ্রেস
বনগাঁয় এগিয়ে শান্তনু ঠাকুর
হাওড়ায় এগিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায়
আবার রায়বরেলি থেকে এগিয়ে সনিয়া গাঁধী
ব্যারাকপুরে এগিয়ে অর্জুন সিংহ
বাংলায় ১৯ আসনে এগিয়ে তৃণমূল, ১৯ আসনে বিজেপি, ২ আসনে কংগ্রেস
বাংলায় ১৯ আসনে এগিয়ে তৃণমূল, ১৩ আসনে এগিয়ে বিজেপি, ২ আসনে পিছিয়ে কংগ্রেস
বাংলায় এখনও পর্যন্ত সিপিএমের প্রাপ্ত ভোট ৭ শতাংশ, কংগ্রেসের ১.৯২ শতাংশ
বাংলায় এখনও পর্যন্ত বিজেপির ভোট ৪৩.৫ শতাংশ , তৃণমূলের ৪৪.২ শতাংশ
ডায়মন্ড হারবারে পিছিয়ে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
রায়বরেলি থেকে পিছিয়ে পড়লেন সনিয়া গাঁধী
বাংলায় তৃণমূল এগিয়ে ১৯টি আসনে, বিজেপি ৯ আসনে, কংগ্রেস ২ আসনে
দিল্লি পূর্ব থেকে এগিয়ে গৌতম গম্ভীর
কাঁথি থেকে এগিয়ে শিশির অধিকারী
কৃষ্ণনগর থেকে এগিয়ে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে
এখনও পর্যন্ত গণনা অনুসারে, ২৭৪ আসনে এগিয়ে এনডিএ
বাংলায় তৃণমূল এগিয়ে ১৮টি আসনে, বিজেপি ৮ আসনে, কংগ্রেস ২ আসনে
বাংলায় তৃণমূল এগিয়ে ১৮টি আসনে, বিজেপি ৭ আসনে, কংগ্রেস ২ আসনে
ইসলামপুর উপনির্বাচন কেন্দ্রে এগিয়ে বিজেপি
রায়গঞ্জ থেকে এগিয়ে বিজেপির দেবশ্রী চৌধুরী
তিরুঅনন্তপুরম থেকে পিছিয়ে শশী তারুর
বসিরহাট থেকে এগিয়ে তৃণমূল প্রার্থী নুসরত জাহান
গুরুদাসপুর থেকে এগিয়ে বিজেপির সানি দেওল
ভোপাল কেন্দ্রে এগিয়ে সাধ্বী প্রজ্ঞা
বাংলায় তৃণমূল এগিয়ে ১৬টি আসনে, বিজেপি ৬ আসনে, কংগ্রেস ২ আসনে
বাঁকুড়ায় পিছিয়ে সুব্রত মুখোপাধ্যায়
আজমগড়ে এগিয়ে অখিলেশ যাদব
বীরভূমে এগিয়ে শতাব্দী রায়।
পিছিয়ে কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতণ্ডকর
আলিপুরদুয়ারে এগিয়ে জন বার্লা
ফতেপুরসিক্রিতে এগিয়ে রাজ বব্বর
আসানসোলে এগিয়ে বাবুল সুপ্রিয়
বেগুসরাই থেকে পিছিয়ে কানাইয়া কুমার
ঘাটালে এগিয়ে তৃণমূল প্রার্থী দেব, বারাসাতেও এগিয়ে তৃণমূল
বাংলায় ৬ টিতে এগিয়ে তৃণমূল, ৩ টিতে এগিয়ে বিজেপি, ২ টিতে এগিয়ে কংগ্রেস
অমেঠিতে পিছিয়ে গেলেন রাহুল গাঁধী
রায়বরেলি থেকে এগিয়ে সনিয়া
গাঁধীনগর থেকে এগিয়ে অমিত শাহ
বারাণসী আসনে এগিয়ে নরেন্দ্র মোদি
বাংলায় ৫টি আসনে এগিয়ে তৃণমূল
বাংলায় ৩টি আসনে এগিয়ে তৃণমূল
মইনপুরী থেকে এগিয়ে মুলায়েম সিংহ যাদব
অমেঠি থেকে এগিয়ে রাহুল গাঁধী
মালদা দক্ষিণ থেকে এগিয়ে কংগ্রেস
ঘাটাল থেকে এগিয়ে দেব
ওয়েইনাড় থেকে এগিয়ে রাহুল গাঁধী
বাংলায় ২টি আসনে এগিয়ে কংগ্রেস
বহরমপুর থেকে এগিয়ে অধীর চৌধুরী
লখনউ কেন্দ্রে এগিয়ে রাজনাথ সিংহ
ছত্তীসগঢ়ে ২টি আসনে এগিয়ে কংগ্রেস
জলপাইগুড়িতে এগিয়ে তৃণমূল, দার্জিলিঙে এগিয়ে বিজেপি, আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপি
বাংলায় ১টি আসনে এগিয়ে তৃণমূল, ২টিতে এগিয়ে বিজেপি
# পোস্টাল ব্যালট দিয়ে শুরু ভোট গণনা
# রাজস্থানে ২৫ টির মধ্যে ৭টি আসনে এগিয়ে বিজেপি
# পশ্চিমবঙ্গে ১টি আসনে এগিয়ে তৃণমূল
ভোটগণনা শুরুর আগে মার্কিন যুক্তরাষ্ট্র জানালো, ভারতের নির্বাচনী ব্যবস্থার উপর তাদের পুরো আস্থা আছে। যে দলই ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে আগ্রহী আমেরিকা।
দেখুন, গণনাকেন্দ্র থেকে সরাসরি এবিপি আনন্দের প্রতিনিধিরা। শুনুন, শেষ আপডেট।


৮টায় শুরু ভোট গণনা। দেখুন, বাংলার বিভিন্ন গণনাকেন্দ্রের ছবি।


গোরক্ষপুরে প্রার্থনা জানাচ্ছেন প্রার্থী রবি কিষণ। দেখুন,


দিল্লিতে বিজেপি সদর দফতরের সামনে যজ্ঞ।
আজ কড়া নিরাপত্তায় ভোটগণনা। সকাল আটটায় শুরু গণনা। শেষ করতে হতে পারে শুক্রবার সকাল। প্রত্যেক গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়। ৫৮টি ভোট গণনাকেন্দ্রে মোতায়েন ২৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

প্রেক্ষাপট

আজ দেশ জুড়ে ৫৪২ লোকসভা আসনের ভোট গণনা। তার আগে টানটান উত্তেজনা সব রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রগুলি। প্রতিটি গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়।

কীভাবে হবে গোটা গণনার প্রক্রিয়া? মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে এবারের গণনা প্রক্রিয়াকে। সবার প্রথমে গণনাকেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে।

দ্বিতীয় ধাপে ETPBS বা ইলেকট্রনিকালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমের গণনা হবে। এই পদ্ধতিতে এবারই প্রথম ভোট নেওয়া হয়েছে। তৃতীয় ধাপে শুরু হবে EVM-এ ভোট গণনা। প্রত্যেক গণনার টেবিলে থাকবেন কাউন্টিং সুপারভাইজার, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট, মাইক্রো অবজার্ভার।

এক রাউন্ডের EVM গণনার শেষে সেই ট্রেন্ড প্রকাশ করা হবে। তারপর সেই সংক্রান্ত নথি লিপিবদ্ধ করার কাজ হবে। সূত্রের খবর, উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের নির্দেশ অনুযায়ী, এক রাউন্ডের গণনার সব নথি লিপিবদ্ধ হওয়া না পর্যন্ত পরবর্তী রাউন্ডের EVM গণনার টেবিলে আনা হবে না। চতুর্থ ধাপে EVM গণনার পর শুরু হবে ভিভিপ্যাট গণনা।

কমিশন সূত্রে খবর, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে লটারি হবে। তা থেকে বেছে নেওয়া হবে প্রতিটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫টি করে ভিভিপ্যাট। ভিভি প্যাট গণনার জন্যও আলাদা ঘেরা কাউন্টার করা হয়েছে। বাইরে থেকে বসে সেই গণনা দেখতে পারবেন প্রার্থীদের এজেন্টরা।

পঞ্চম ও শেষ ধাপে থাকছে রি-কাউন্টিং বা পুনর্গণনা। এক্ষেত্রে কোনও প্রার্থী পুনর্গণনা চাইলে তাঁকে ১৯৬১ সালের নির্বাচন কমিশনের আইনের ৫৬-ডি ধারা অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে উপযুক্ত কারণ-সহ লিখিত আবেদন করতে হবে। ভোট গণনার গোটা প্রক্রিয়া শেষ করতে শুক্রবার সকাল হয়ে যেতে পারে বলে মনে করছেন নির্বাচন কমিশনের কর্তারা।

মোট ৫৮টি কেন্দ্রে রাজ্যের ৪২টি লোকসভার গণনা হবে। সবচেয়ে বেশি রাউন্ডে গণনা কলকাতা দক্ষিণ ও ঝাড়গ্রামে। সবচেয়ে কম ১০ রাউন্ড গণনা জলপাইগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাটে।

এতদিন স্ট্রং রুমের পাহারায় রাখা হয়েছিল ৮২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনার দিন অতিরিক্ত আরও ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ২৭ মে পর্যন্ত রাজ্যে থাকবে ২০০ কোম্পানি বাহিনী।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.