নয়াদিল্লি: পশু পাখিরা তাদের প্রকৃতির ডাকে সাড়া দিতে সাধারণত বেশিরভাগ সময়ই জঙ্গল এলাকাকে বেছে নেয়। আবার বাড়িতে থাকা পশুদের যেমন যেখানো হয়, তেমনভাবে তারা চলতে অভ্যস্ত হয়ে পড়ে। কিন্তু প্রয়োজনে পশুরাজ সিংহ (Lion) যে পাবলিক টয়লেট ব্যবহার করে, তা জানা ছিল না বোধহয় কোনও নেট নাগরিকেরই। আর তাই ইন্টারনেটে এমন ভিডিও আসা মাত্রই তা ভাইরাল হতে সময় নেয়নি।
আরও পড়ুন - Ilish Polao Recipe: পুজোর মরশুমে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু ইলিশ-পোলাও
রাস্তায় বেরোলে সময় অসময়ে প্রয়োজন পড়লে মানুষ পাবলিক টয়লেট ব্যবহার করে থাকেন। তাতে পরিবেশ প্রকৃতিও ভালো থাকে। স্বাস্থ্যের জন্যও তা ভালো। এবার ইন্টারনেটে যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে পশুরাজ সিংহ পাবলিক টয়লেট থেকে বেরিয়ে আসছে। টুইটারে এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই তা মুহূর্তে ছড়িয়ে পড়েছে চারিদিকে। ওয়াইল্ড লেন্স ইকো ফাউন্ডেশন নামে একটি টুইটার হ্যান্ডল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। তার সঙ্গে লেখা রয়েছে, 'টয়লেট সবসময় মানুষের জন্য নিরাপদ এবং স্বস্ত্বিদায়ক নয়। কখনও কখনও সেটা অন্য কেউও ব্যবহার করে...'।
টয়লেট থেকে পশুরাজের বেরিয়ে আসার ভিডিওটি ইতিমধ্যেই প্রায় চোদ্দ হাজার মানুষ দেখে ফেলেছেন। এছাড়াও বহু মানুষ ভিডিও লাইক এবং কমেন্ট করেচেন। তাঁরা অবাক হয়ে যাচ্ছেন এটা ভেবে যে, মানুষের মতো পশুরাজও টয়লেট ব্যবহার করে। অনেক নেট নাগরিক আবার ভীতি প্রকাশ করে জানিয়েছেন যে, জঙ্গল সাফারির সময় এমন পাবলিক টয়লেট অনেক পর্যটকই ব্যবহার করে থাকেন। এবার থেকে জঙ্গল সাফারির সময় পাবলিক টয়লেট ব্যবহার করতে গেলে তাঁরা ভয়ই পাবেন। কারণ, সেখানে পশুরাজও থাকতে পারেন।
আরও পড়ুন - Brain Stroke: রোজকার কোন কোন অভ্যাস নিঃশব্দে ঠেলে দিচ্ছে ব্রেন স্ট্রোকের দিকে?
প্রসঙ্গত, পশু পাখিকে অনেক ক্ষেত্রেই আমরা কোনও কোনও বিষয়ে মানুষের মতো ব্যবহার করতে দেখি। এমন বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, যেখানে দেখা যায়, হাততি টিউবওয়েল পাম্প করে জল খাচ্ছে। আবার কোনও ভিডিওতে দেখা যায়, জল খাওয়ার পর কাক জলের কল বন্ধ করে দিচ্ছে। ফলে এমন সমস্ত ভিডইোর মতো সিংহের টয়লেট থেকে বেরিয়ে আসার ভিডিও মানুষ পছন্দ করেছেন। তাই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।