কলকাতা: সামনেই বাঙালিদের সবথেকে বড় উতসব দুর্গাপুজো (Durga Puja 2021)। আর দুর্গাপুজো মানেই বাড়িতে নানারকম খাবার খাওয়া, পছন্দ মতো পোশাক কেনাকাটা করা থেকে বেড়াতে যাওয়া। আত্মীয় সজন, বন্ধু বান্ধব, পরিচিতদের সঙ্গে আনন্দের মুহূর্তগুলো আমরা ভাগ করে নিই। যদিও গত বছর থেকে করোনা পরিস্থিতি চলছে। তাই সংক্রমণের আশঙ্কার মধ্যেই কাটছে দুর্গাপুজো। যতটা সংক্রমণ এড়িয়ে চলা যায়, তত আনন্দে কাটানো সম্ভব উতসবের দিনগুলো। তাই পুজোর দিনগুলোয় পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া জমজমাট করে কাটান দুর্গাপুজো। এই সময়ে বাড়িতে বানিয়ে ফেলুন নিত্যনতুন খাবার দাবার।

আরও পড়ুন - Ghee in Food: খাবারে কতটা ঘি ব্যবহার করলে তা স্বাস্থ্যের জন্য উপকারী হবে? 

ইলিশ মাছ খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সেই ইলিশ মাছের সঙ্গে যদি সুস্বাদু পোলাও জুড়ে দেন, তাহলে তা হয়ে উঠবে আরও বেশি সুস্বাদু। কীভাবে বাড়িতে সহজেই তৈরি করে ফেলবেন ইলিশ পোলাও, তা জেনে নিন-

ইলিশ পোলাও তৈরি করতে গেলে কী কী লাগবে?১. বাসমতি চাল - ৫০০ গ্রাম২. ইলিশ মাছ - ৬০০ খেরে ৭০০ গ্রাম। ৫ থেকে ৬ টুকরো নিতে পারেন৩. ইলিশ মাছের মাথা - ৩টি৪. সর্ষের তেল - ৩০০ মিলি৫. পেঁয়াজ - ৩টি মাঝারি আকারের৬. আদা - দেড় চামচ৭. লাল লঙ্কা গুঁড়ো - ২ চামচ৮. হলুদ গুঁড়ো - ২ চামচ৯. নুন - স্বাদ মতো১০. চিনি - ২ চামচ১১. লাল লঙ্কার পেস্ট - ১ চামচ১২. সর্ষের পেস্ট - ১ চামচ

কীভাবে তৈরি করবেন সুস্বাদু ইলিশ পোলাও?প্রথমে ইলিশ মাছের মাথাগুলিতে নুন এবং হলুদ গুঁড়ো মাখিয়ে সর্ষের তেলে ভেজে তুলে নিতে হবে। এবার ভাজা ইলিশ মাছের মাথাগুলোকে তেল থেকে আলাদা করে নিয়ে জল দিয়ে অন্তত ২০ মিনিট ফুটিয়ে নিন। এবার সেই স্টকটা আলাদা করে রাখুন। এবার পেঁয়াজ কুঁচি তেলে সোনালী করে ভেজে নিতে হবে। 

আরও পড়ুন - Less Salt Side Effects: খাবারে কম নুন খাচ্ছেন? জানেন কি হতে পারে?

ইলিশ মাছের টুকরোগুলিকে আলাদা করে হলুদ এবং নুন মাখিয়ে তেলে ভালো করে ভেজে নিতে হবে। ইলিশ মাছ ভাজা তেলে এবার আদার পেস্ট, সর্ষের পেস্ট, লাল লঙ্কা গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে কষতে থাকুন। মশলা কষানো হলে আলাদা করে রাখা ইলিশ মাছের স্টক দিয়ে দিন এবং ঘন হতে দিন। 

অন্য একটি পাত্রে জল দিয়ে তাতে বাসমতি চাল দিয়ে দিন। তাতে তেজপাতা এবং নুন দিয়ে তিন চতুর্থাংশ হওয়া পর্যন্ত ফুটতে দিন। ভাত তৈরি হয়ে গেলে নামিয়ে নিয়ে ছড়িয়ে দিতে হবে। এবার একটি পাত্রে অর্ধেক চাল এবং ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিন। তাতে অর্ধেক চামচ সর্ষের তেল এবং ভাজা পেঁয়াজ দিয়ে দিতে হবে। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে পাত্রটি ঢাকা দিয়ে দিন। গ্যাসে মাধারি আঁচে বসিয়ে ৩০ মিনিট পর্যন্ত হতে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন। আপনার উতসবের দিন জমে যাবে।