Right Settings For AC Cooling In Summer: এসি মানে এয়ার কন্ডিশনিং। অর্থাৎ ঘরের ভিতরের বাতাস নিয়ে সেটি ইচ্ছেমতো কারিকুরি করতে পারে। এসি মানেই অনেকে বোঝেন এটি ঘর ঠাণ্ডা করার কাজ করে। কিন্তু সবসময় যে সেটাই হবে, তা কিন্তু নয়। ঘরের মধ্যে এসি থাকলে সেটি ঠাণ্ডার পাশাপাশি ঘর গরমও করতে পারে। কারণ এসির দুই রকম ক্ষমতাই আছে। অনেক সময় দেখা যায়, ঘর ঠাণ্ডা হওয়ার বদলে গরম হয়ে যাচ্ছে। এসির মোড বা কন্ট্রোল সেটিংস ঠিক না থাকলে এমনটা হয়। কী করে এই কন্ট্রোল ঠিক করবেন ? তার আগে জেনে নেওয়া যাক এসি ঘর গরম করে কীভাবে ?


ঘর ঠাণ্ডা করার পাশাপাশি গরমও করে এসি ?


এসি দুইরকমই হতে পারে। যেসব এসির মধ্যে কুলিংয়ের পাশাপাশি হিট পাম্প করার ব্যবস্থা রয়েছে, তারা ঘর গরম করতে ওস্তাদ। সাধারণ এইচভিএসি (Heating, ventilation, and air conditioning) সিস্টেমের মেশিনে এই ব্যবস্থা থাকে। 


হিট পাম্পও আদতে একটি এয়ার কন্ডিশনার


বিভিন্ন এসি সংস্থাগুলির মতে, হিট পাম্পও এক ধরনের এয়ার কন্ডিশনার। তবে এটি ঘরের হাওয়া গরম করে। প্রচলিত এসির সঙ্গে তফাত শুধু এখানে। সাধারণ এসি ঘরের বাইরের ঠাণ্ডা হাওয়া ভিতরে নিয়ে আসে। ঘরের আর্দ্রতা কমিয়ে দেয়। আর্দ্রতা কমিয়ে ঘরকে ঠাণ্ডা রাখে। তেমনই হিট পাম্প ঘরের মধ্য়ের বাতাস উষ্ণ করে দেয়। শীতপ্রধান দেশে এই এয়ার কন্ডিশনিং এই কাজে ব্যবহার করেন অনেকেই।


কীভাবে গরম হাওয়ার বদলে ঠাণ্ডা হাওয়া পাবেন ?



  • হিট পাম্প সাধারণত দুইভাবে কাজ করে। এই দুটি কাজ বন্ধ করতে পারলেই ঘরের মধ্যে ঠাণ্ডা হাওয়া পাওয়া যেতে পারে। 

  • এর জন্য এসির রিমোটে হিট মোড দেওয়া থাকে। এই মোডটি অন করলে হিট পাম্প কাজ করতে শুরু করে। 

  • অন্যদিকে সাধারণ তাপমাত্রা বাড়িয়ে দিয়েই ঘর গরম করা যায়। এর ঠিক উলটো কাজ করলেই এসির মাধ্যমে ঘর ঠাণ্ডা রাখা যেতে পারে। 

  • এর জন্য প্রথমেই হিট পাম্প বন্ধ করে দিতে হবে। যা হিট মোড অফ করে করা যেতে পারে। যেসব এসির রিমোটে মোড সেটিংস নেই, সেখানে তাপমাত্রা কমিয়ে দিতে হবে। 

  • ২০-৩০ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাপমাত্রা রাখলে এসির ঘর গরম করার বদলে ঠাণ্ডা করবে।


ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Benefits Of Laughing: বিশ্ব হাসি দিবস আজ, নিয়ম করে রোজ ১০ মিনিট হাসলে কী কী উপকার ?