নয়াদিল্লি: এতদিন ডাক্তার-চিকিৎসকরা রোগ নির্ণয় করতেন। বিভিন্ন আধুনিক পরীক্ষার মাধ্যমে জটিল রোগ নির্ধারণ করে থাকেন রেডিওলজিস্টরা। এবার সেই কাজে নিজের দখল দেখানো কৃত্রিম বুদ্ধিমত্তা বা  artificial intelligence (AI). AI নির্ভর একটি পরীক্ষার মাধ্যমে সাফল্যের সঙ্গে চিহ্নিত করা গিয়েছে গলব্লাডার ক্যানসার (gallbladder cancer)। একজন অভিজ্ঞ রেডিওলজিস্ট যেভাবে এই রোগ চিহ্নিত করেন ঠিক সেভাবেই AI এই কাজটি করেছে বলে দাবি। এই পরীক্ষাটি হয়েছে চন্ডীগড়ের একটি হাসপাতালে। এই পরীক্ষাটি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে The Lancet Regional Health-Southeast Asia Journal


গলব্লাডার ক্যানসার (gallbladder cancer) অত্যন্ত গুরুতর ম্যালিগন্যান্ট। অত্যন্ত কম ধরা পড়ে এটি। গলব্লাডার ক্য়ানসারে মৃত্যুর সংখ্যাও অত্যন্ত বেশি। এই রোগের ক্ষেত্রে আগেভাগে রোগ নির্ণয় বেশ কঠিন। কারণ গবেষকরা জানাচ্ছেন, ক্ষতিকর নয় এমন কোনও ঘা বা আঘাত গলব্লাডারে থাকলেও একইরকম দেখতে লাগে, ফলে অনেকসময় ক্যানসারের ঝুঁকি চোখ এড়িয়ে যায়।


চন্ডীগড়ের PGIMER (Postgraduate Institute of Medical Education and Research) এবং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি (IIT) নয়াদিল্লি- একসঙ্গে গবেষণা চালিয়েছে। গলব্লাডার ক্যানসার খোঁজার জন্য একটি deep learning (DL) model তৈরি করার কাজ করেছে। তলপেটে আলট্রাসাউন্ড ব্যবহার করে সেই তথ্য বিশ্লেষণ করে গলব্লাডার ক্যানসারের খোঁজ পাওয়ার জন্য লাগানো হচ্ছে।


Deep Learning-এমন একটা AI পদ্ধতি যার মাধ্যমে কম্পিউটারকে এমনভাবে তথ্য বিশ্লেষণ করে শেখানো হয় যেভাবে মানব মস্তিষ্ক করে। গলব্লাডারে কোনওরকম আঘাত বা ক্ষত রয়েছে এমন রোগীদের উপর করা abdominal ultrasound -এর তথ্য এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে। চন্ডীগড় PGIMER-এ ২০১৯ সালের অগাস্ট থেকে ২০২১ সালের জুন পর্যন্ত নেওয়া ultrasound -এর তথ্য এই কাজে ব্যবহার করা হয়েছে।


এই Deep Learning- মডেলটি ২৩৩ জন রোগী ডেটাসেটের উপর ট্রেইন করা হয়েছে। ২৭৩ জন রোগীর উপর পরীক্ষা কর হয়েছে।


এই Deep Learning- মডেল কেমন কাজ করেছে, তা বেশ কয়েকটি বিষয়ের উপর ভরসা করা হয়েছে। সেনসিভিটি, স্পেসিফিসিটি এবং AUC- যেটি কোনও ডায়গনাস্টিক পরীক্ষা ঠিক হয়েছে কিনা জানতে সর্বত্র ব্যবহার করা হয়। 


এছাড়াও, ২ জন অভিজ্ঞ রেডিওলজিস্ট আলাদা করে ওই abdominal ultrasound image- পরীক্ষা করেছেন। তাঁদের কাজের সঙ্গে DL-মডেলের কাজ তুলনা করে দেখা হয়েছে। রিপোর্ট জানাচ্ছে,  ২ জন অভিজ্ঞ রেডিওলজিস্টের গলব্লাডার ক্যানসার ধরার সক্ষমতার সঙ্গে প্রায় সমান সমান হয়েছে AI মডেলের কাজ। গবেষকরা জানাচ্ছেন, স্টোন থাকলে, কনট্র্যাক্টেড গলব্লাডার থাকলে, ১০ মিমি-এরও ছোট ক্ষত থাকলেও ঠিকমতোই পরীক্ষা করেছে ওই Deep Learning- মডেল। পরীক্ষকদের দাবি, ভবিষ্যতে AI-নিয়ে আরও কাজ করা প্রয়োজন। গলব্লাডারের মতো ভয়াবহ ক্যানসার আরও আগে, আরও দ্রুত ধরা পড়ার জন্য Deep Learning- মডেলের সাহায্য আর কী কী ভাবে নেওয়া যায় তার জন্য আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন তাঁরা।


আরও পড়ুন: বিষ্ঠাভর্তি ব্যাগ, টুথব্রাশ, তোয়ালে, শুধু চাঁদেই ২০০ টন আবর্জনা, মানুষের পা পড়ায় বিপদে মহাজগতও