নয়াদিল্লি: করোনা অতিমারীর আবহে ক্রেতাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বাজারে দুটি নতুন স্বাদের দুধ নিয়ে এল আমুল ইন্ডিয়া। 'আদা' ও 'তুলসি' স্বাদের ওই দুধ ক্যান ও প্যাকেটে মিলবে। ১২৫ মিলি ক্যানের মূল্য ধার্য করা হয়েছে ২৫ টাকা।


সংস্থার দাবি, এই পানীয়গুলি নিয়মিতভাবে যে কোনও বয়সের মানুষরা দিনের যে কোনও সময়ে খেতে পারবে। প্যাকেজাত দুধ সাধারণ তাপামাত্রায় ৬ মাস পর্যন্ত রাখা যাবে।


আমুলের এমডি জানান, যেহেতু কোভিড-১৯ ভ্যাকসিন এখনও বের হয়নি, তাই এই দুই ধরনের দুধ নিশ্চিত করবে মানুষ যাতে ততদিন পর্যন্ত মারণভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাতে পারে। এতে শরীরে যথেষ্ট রোগ-প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে।


এর আগে, গত এপ্রিল মাসে বাজারে 'হলুদ' দুধ এনেছিল আমুল। বাটারস্কচ স্বাদের ২০০ মিলি বোতলের দাম রাখা হয় ৩০ টাকা। সংস্থার দাবি, যে কোনও রোগের বিরুদ্ধে লড়াই করার সক্ষমতা গড়ে তুলতে হলুদ-দুধ ভীষণই কার্যকর।



অন্যদিকে, তুলসির মধ্যে জীবাণু-রোধক ও অ্য়ালার্জি-রোধক গুণাবলি রয়েছে। এটি ব্যাক্টেরিয়াজাত ও ছত্রাকজাত সংক্রমণের বিরুদ্ধে দারুণ কার্যকর। একইভাবে, আদা শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য় করে।


সংস্থার দাবি, এখন এই করোনা আবহে যে কোনও অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে শক্তি ও রোগ-প্রতিরোধ ক্ষমতা চূড়ান্ত পর্যায়ে থাকতে হবে। আদার জ্বলন-রোধ বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে।