ফটোগ্রাফি প্রেমীদের জন্য আসছে মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jun 2020 11:45 AM (IST)
এই ফোনের ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজের দাম ২৯৯ ইউরো বা প্রায় ২৫,০০০ টাকা।
নয়াদিল্লি: মোটোরোলা নিয়ে আসছে তাদের নয়া স্মার্টফোন ওয়ান ফিউশন প্লাস। এতে দুর্দান্ত সব ফিচারের পাশাপাশি আছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ফটোগ্রাফি প্রেমীদের কথা মাথায় রেখে বিশেষ করে তৈরি হয়েছে ডিজাইন। তবে এ দেশ সহ অন্যান্য জায়গায় কবে এই ফোন লঞ্চ করবে জানা যায়নি। এই ফোনের ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজের দাম ২৯৯ ইউরো বা প্রায় ২৫,০০০ টাকা। এই ফোন টুইলাইট ব্লু আর মুনলাইট হোয়াইট রঙে পাওয়া যাবে। এই ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, রেজোলিউশন ১,০৮০X২,৩৪০ পিক্সল। পারফরম্যান্সের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসর। ফোনের ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১টিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই স্মার্টফোন কাজ করবে স্টক অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাহায্যে। এতে রয়েছে ডুয়াল সিম, ৪জি কানেকশন, ওয়াই ফাই, ব্লুটুথ ভার্সন ৫.০, ৩.৫ এমএম হেডফোন জ্যাক ও ইউএসবি পোর্ট টাইপ-সি-র মত ফিচার। এর ওজন ২১০ গ্রাম। ফটোগ্রাফির জন্য এর রিয়ারে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, তাতে ৬৪ মেগাপিক্সলের সেন্সর, ৪ মেগাপিক্সলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গল লেন্স, ৫ মেগাপিক্সলের ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সলের ডেপথ সেন্সর। এর ফ্রন্টে ১৬ মেগাপিক্সলের পপ আপ সেলফি ক্যামেরাও রয়েছে।