কলকাতা: বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে, যেকোনও মেকআপকেই (Beauty Tips) আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে চোখের মেকআপ। কেউ যদি শুধু চোখের মেকআপই সঠিকভাবে করেন, তাহলে তাঁকে বাকিদের মাঝে আলাদা লাগতে বাধ্য। উৎসবের মরশুম চলছে। সেই উৎসবের মরশুমেই আপনার চোখ হয়ে উঠতে পারে মোহময়। বিশেষজ্ঞরা চোখের মেকআপের ক্ষেত্রে বেশ কিছু পরামর্শ দিচ্ছেন। যার মাধ্যমে প্রত্যেক নারীইকেই আকর্ষণীয় লাগতে পারে। জেনে নিন কীভাবে আই লাইনার (Eyeliner) ব্যবহার করলে চোখের জাদুতে যেকোনও কাউকে ঘায়েল করতে পারবেন।
আই লাইনার ব্যবহারের সঠিক পদ্ধতি-
১. অনেকে অনেক রকমের আই লাইনার ব্যবহার করে থাকেন। কেউ লিকুইড আই লাইনার ব্যবহার করেন তো কেউ স্টিক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, লিকুইড আই লাইনার ব্যবহরা করতে আপনি নিজের পছন্দ মতো স্টাইলে তা ব্যবহার করতে পারবেন। চোখের পাতা বরাবর সরু লাইন টেনে দিন কোন পর্যন্ত। তবে, লিকুইড আই লাইনারের ক্ষেত্রে অনেকের সংশয় থাকে যে, তা জল লাগলে নষ্ট হয়ে যেতে পারে বলে। বিশেষজ্ঞরা এও জানাচ্ছেন যে, এখন বাজারে অনেক ওয়াটার প্রুফ আই লাইনার পাওয়া যায়। যা নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত চোখে একইরকম থাকে। এই আই লাইনার ব্যবহার করলে চোখের মেকআপ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
২. পোশাক এবং অনুষ্ঠানের সঙ্গে চোখকে মানানসই করে তুলতে ক্যাট আই লাইনার স্টাইল করতে পারেন। ক্যাট আই লাইনার স্টাইলে চোখে বোল্ড লুক আসে। যা আপনাকে আরও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে।
আরও পড়ুন - Women's Health: কোভিড পরবর্তী সময়ে মহিলাদের মধ্যে কোন অসুখের হার বেড়েছে?
৩. অনেকেই চোখের পাতার উপরে এবং নিচেও আই লাইনার ব্যবহার করেন। এই স্টাইল খুবই কমন। যেকোনও উৎসবেই আপনি এমন স্টাইল করতে পারেন।
৪. বিয়েবাড়ি কিংবা উৎসবের মরশুমে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলতে ব্যবহার করুন গ্লিটার আই লাইনার।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।