Sunscreen: দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। পুজোর আগে শেষ মুহূর্তের রূপচর্চায় (Beauty Tips) মন দিয়েছেন অনেকে। এবার পুজোয় আবার বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘলা আবহাওয়া থাকবে বলেও শোনা যাচ্ছে। এরকম মেঘলা দিনেও ঠাকুর দেখতে বেরোলে সানস্ক্রিন (Sunscreen) ব্যবহার করতে কিন্তু ভুলবেন না। অনেকেই ভাবেন হয়তো মেঘলা দিনে রোদ থাকে না বলে সানস্ক্রিনের প্রয়োজন হয় না। তবে এই ভাবনা একেবারেই সত্য নয়। কারণ মেঘলা দিনেও সূর্যের আলট্রা ভায়োলেট রে বা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আপনার ত্বকের যথেষ্ট ক্ষতি করতে পারে। অতএব মেঘলা দিনেও সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা রয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলতে পারলে আপনারই সুবিধা হবে।
জেল বেসড সানস্ক্রিন- মেঘলা দিনে আবহাওয়ার কারণেই ত্বকে একটা চটচটে ভাব দেখা দেয় অনেকসময়। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত অর্থাৎ অয়েলি স্কিন তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি। অতএব এমন মেঘলা দিনে জেল বেসড সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। তাহলে ত্বকে চটচটে ভাব থাকবে না। জেল বেসড সানস্ক্রিন না পেলে ওয়াটার বেসড বা জল মিশিয়েও সানস্ক্রিন ব্যবহার করতে পারেন।
ব্যাগে অবশ্যই রাখুন ওয়েট ট্যিসু- ঘুরতে বেরোলে অনেকেই ব্যাগে টিস্যু রাখেন। মেঘলা দিনে বেরোলে সঙ্গে একটু ওয়েট টিস্যু রাখুন। যদি বুঝতে পারেন সানস্ক্রিন ব্যবহারের ফলে মুখ অতিরিক্ত ঘেমে যাচ্ছে, আপনার অস্বস্তি হচ্ছে তাহলে ভেজা টিস্যু দিয়ে ভাল করে মুখ মুছে নিলেই সমস্যার সমাধান হবে। এরপর এক ফাঁকে আর একবার সানস্ক্রিন লাগিয়ে নিতে পারেন মুখে গলায় এবং হাতে।
মুখ পরিষ্কার- সানস্ক্রিন ব্যবহারের আগে ভালভাবে মুখ পরিষ্কার করা প্রয়োজন। পারলে একবার ফেসওয়াশ বা টোনার কিংবা ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিতে হবে। ভালভাবে মুখে পরিষ্কারের পর তবেই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। নাহলে মুখে ময়লা বসে যাওয়ার সম্ভাবনা থাকে।
বাড়িতে থাকলেও সানস্ক্রিন ব্যবহার করুন- বাড়ির বাইরে না বেরোলেও সানস্ক্রিন ব্যবহার করা প্রয়োজন। বিশেষ করে যাঁরা দিনের অনেকটা সময় রান্নাঘরে কাটান তাঁদের ক্ষেত্রে সানস্ক্রিন খুবই প্রয়োজনীয়। রান্নাঘরে থাকলে এমনিতেই ঘাম বেশি হয়। অতএব দরকার হলে মাঝে মাঝে মুখ ধুয়ে নিন। তারপর আবার সানস্ক্রিন মেখে নিন। এভাবে দু'তিনবার সানস্ক্রিন ব্যবহার করতেই পারেন। একটু হাই এসপিএফ যুক্ত সানস্ক্রিন কেনা প্রয়োজন। তাহলে ত্বক অনেক বেশি সুরক্ষিত থাকবে।
আরও পড়ুন- একবার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে? জীবনশৈলীতে এই পরিবর্তনগুলো অবশ্যই প্রয়োজন