কলকাতা: দিনভর কাজ। বাড়ির চাপ। রয়েছে আরও নানা চিন্তা। মোবাইল-ল্যাপটপের ব্যবহার বৃদ্ধির কারণে চোখের উপর চাপও বাড়ছে। এসব কারণেই বাড়ছে ডার্ক সার্কেলের (dark circle) সম্ভাবনাও। চোখের চারপাশে, চোখের নীচে কালো দাগ পড়ে যায়। কোনওভাবেই কমে না সমস্যা। দিনভর ব্যস্ততার কারণে খুব বেশি খেয়ালও দেওয়া হয় না।
কী কারণে ডার্ক সার্কেল?
একাধিক কারণে হতে পারে এই সমস্যা। রাত জেগে থাকা, প্রবল ক্লান্তি, ঘুম কম হওয়ার কারণে ডার্ক সার্কেল হতে পারে। বয়স হওয়ার সঙ্গে সঙ্গেও অনেকসময় এই সমস্যা দেখা যায়। অনেকক্ষণ কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে যারা তাকিয়ে থাকেন, তাঁদেরও ডার্ক সার্কেলের সমস্যা হতে পারে। অনেক সময় শরীরে জলের জোগান কম হলে বা অ্যালার্জির কারণেও হতে পারে ডার্ক সার্কেল।
তবে সামান্য সময় খরচ করলে ঘরোয়া উপায়েই মুক্তি মিলতে পারে চোখের নীচের কালো দাগ থেকে। কোন কোন জিনিস সাহায্য করতে পারে?
শসা বা আলুর টুকরো
ভিটামিন, অ্যান্টি অক্সিড্যান্ট এবং প্রদাহরোধী পদার্থ থাকায় চোখের জন্য এগুলি খুব উপকারী। গোল করে কাটা শসা বা আলুর টুকরো চোখের উপর রেখে দিতে হবে। মিনিট দশেক রেখে তুলে নিতে হবে। শসা বা আলুর রস বের করে তুলোর মাধ্যমেও আলতো করে ডার্ক সার্কেল হওয়া এলাকায় লাগিয়ে রাখা যায়। পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে।
ঠান্ডা দুধ
দুধ প্রাকৃতিক ক্লিনসার। ত্বকের স্বাস্থ্যের জন্যও দুধ খুব উপকারী। দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড, পটাসিয়াম ত্বকের আর্দ্রতা ফেরাতে সাহায্য করে। দুধ দিয়ে তুলোর বল ভিজিয়ে সেটা দিয়ে চোখের চারপাশে বুলিয়ে নেওয়া যায়। সপ্তাহে বার চারেক এই কাজ করলে উপকার মিলবে।
আমন্ড-লেবুর মিশ্রণ
ডার্ক সার্কেল মেটাতে এর জুড়ি নেই। এক চা চামচ আমন্ড তেল নিয়ে তাতে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। তারপর সেই মিশ্রণ চোখের চারপাশে লাগাতে হবে। কয়েক মিনিট রেখে, ধুয়ে ফেলতে হবে।
গোলাপের ছোঁয়া
ত্বকের যেকোনও সমস্যায় গোলাপজল উপকারী। তুলোর বল বা এমনি তুলো গোলাপজলে ভিজিয়ে নিতে হবে। সেটা দিয়ে ডার্ক সার্কেল এলাকায় বুলিয়ে নিতে হবে। প্রতিদিন রাতে এই কাজ করলে ফল মিলবে হাতে নাতে।
উপায় যখন টম্যাটো
প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিড্যান্ট থাকে টম্যাটোয়। চোখের চারপাশের ত্বক ভাল রাখতে সাহায্য করে এই ফল। টম্যাটো গোল করে কেটে চোখের উপর রাখা যায়। অথবা, টম্যাটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়েও চোখের চারপাশে লাগিয়ে রাখা যায়। মুক্তি মিলবে ডার্ক সার্কেলের সমস্যা থেকে।
এছাড়া, সময়মতো খাওয়াদাওয়া, ঠিকমতো ঘুম ও পরিমাণ অনুযায়ী জল খেলে এড়ানো যেতে পারে ডার্ক সার্কেল।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
আরও পড়ুন: শরীর ঠিক রাখতে চাই 'সুস্থ' পাচনতন্ত্র, বলছেন ডাক্তাররা