নয়াদিল্লি : বর্তমান সময়ে প্রায় সব অভিনেতা অভিনেত্রীই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। যাঁরা এই প্রজন্মের উঠতি অভিনেতা-অভিনেত্রী, তাঁদের মধ্যে প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। পাশাপাশি যাঁরা তুলনায় বলিউডে অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে নেই তাঁরাও। তেমনই একজন ভাগ্যশ্রী। অভিনেত্রী হিসেবে বলিউড তাঁকে প্রচুর ছবিতে পায়নি, একথা যেমন ঠিক। তেমনই সলমন খানের সঙ্গে তাঁর ম্যায়নে পেয়ার কিয়া ছবির কথা আজও কেউ ভুলতে পারেন না। সেই ভাগ্যশ্রী এখনও তাঁর ভক্তদের সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন মতামত শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। এবার সোশ্যাল মিডিয়ায় বলিউড অভিনেত্রী শেয়ার করলেন বর্ষাকে ভয় না পেয়ে তা উপভোগ করার পরামর্শ।


দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে বর্ষা এসেছে। বর্ষাকাল অনেকেই খুব পছন্দ করেন। বিশেষ করে যাঁরা রোম্যান্টিক প্রকৃতির মানুষ হন। কিন্তু ভয়ও পান অনেকেই। তার কারণ, বর্ষাকালে অনেকেই জ্বর, সর্দি, কাশি এইসব রোগে ভুগে থাকেন। অভিনেত্রী ভাগ্যশ্রী একেবারে উড়িয়ে দিচ্ছেন বর্ষাকালকে ভয় পাওয়ার কথা। বরং উৎসাহিত করছেন বড়দের তো বটেই, ছোটদেরও বর্ষাকালকে উপভোগ করতে দিতে। তিনি তাঁর সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, 'বর্ষাকালটা সত্যিই বড় উপভোগ্য। আপনার বাচ্চাদের বর্ষাকালটা উপভোগ করতে দিন। যাতে ওরা বড় হলে ছোটবেলার বর্ষাকালের স্মৃতি মনে করে হেসে ওঠে। বরং এই বর্ষাকালে ওদের ইমিউনিটি বৃদ্ধির দিকে খেয়াল রাখুন আর বর্ষাকালকে জমিয়ে উপভোগ করতে দিন।'


৫১ বছর বয়সী এই অভিনেত্রী দুই সন্তানের মা-ও। ভাগ্যশ্রী জানিয়েছেন, কীভাবে তিনি তাঁর সন্তানদের যত্ন নেন বর্ষাকালে। তিনি বলেছেন, 'আমি আমার বাচ্চাদের পাঁচটা তুলসি পাতার একটা মিশ্রণ করে রোজ দিই। এই পাঁচটা তুলসি পাতা ছাড়া থাকে এক টুকরো আদা, অর্ধেক চামচ মধু এবং সঙ্গে একটু গোলমরিচ। তাহলে আর কোনও কথাই নেই।' এই মিশ্রণ তিনি দিনে দুবার দেওয়ার পরামর্শ দিয়েছেন।


আমরা সকলেই জানি যে, আদা, তুলসি পাতা, মধু কিংবা গোলমরিচ অ্য়ান্টি ব্যাক্টেরিয়াল হিসেবে কাজ করে। পাশাপাশি মরসুমি অসুখ এবং হজমের সমস্যা থেকেও মুক্তি দেয় এগুলি। তাই এই বর্ষায় সন্তানদের অসুখের হাত থেকে বাঁচাতে ভাগ্যশ্রীর পরামর্শ মেনে চলতে পারেন।