Bhutan World Famous 4 Indigenous Festivals: চলতি বছর অর্থাৎ ২০২৪ সাল ভুটানে বিদেশি পর্যটনের ৫০ বছর। অর্ধশতাব্দী আগে ভুটান তাদের দরজা গোটা বিশ্বের পর্যটকদের জন্য খুলে দিয়েছিল। সেই উপলক্ষেই পালন করা হচ্ছে এই ৫০ বছরের বিশেষ উৎসব। পর্যটকদের কাছে বরাবর ভুটান একটি আকর্ষণীয় দেশ। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য নিত্য পর্যটকদের টানে। কিন্তু তার পাশাপাশি উল্লেখ করতে হয় এই দেশটির সংস্কৃতির কথা। আয়তনে ছোট দেশ হলেও সংস্কৃতির নিরিখে বেশ সমৃদ্ধ ভুটান। ভুটানের কয়েকটি স্থানীয় উৎসবের জগৎজোড়া খ্যাতি রয়েছে। এই উৎসবগুলি প্রত্যক্ষ না করলে পর্যটক হিসেবে আপশোস থেকে যেতে পারে।
ভুটানের সেরা ৪ উৎসব
ঝেমগাং পাখির উৎসব - শীতকাল অর্থাৎ নভেম্বর মাসে ১৩ থেকে ১৫ তারিখ পাখির এই উৎসব পালন করা হয় ভুটানে। থিম্পু থেকে ছয় ঘন্টার দূরত্বে অবস্থিত ঝেমগাং। সেখানেই প্রতি বছর এই উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় গায়ক,বাদক, শিল্পীদের নিয়ে তিন দিনের জমজমাটি উৎসব হয় এই পাখিদের দেশে। পাখিদের দেশ বলার কারণ কমবেশি ৫০০রকম প্রজাতির পাখি দেখা দেয় এখানে।
রয়্যাল হাইল্যান্ড ফেস্টিভ্যাল - ভুটানের হাইল্য়ান্ডের বাসিন্দারা এই বিশেষ উৎসবের আয়োজন করেন প্রতি বছর। দুদিন ধরে চলে। ২৩ থেকে ২৪ অক্টোবর। লায়া জেলার এই উৎসবে পশুদের প্রতিযোগিতা, আদিবাসী নাচ ও আরও নানা প্রাচীন রীতির অনুষ্ঠান হয়। সবচেয়ে আকর্ষণীয় হল ২৫ কিমি দৌড়ের প্রতিযোগিতা। পঞ্জোথাংয়ে এই দৌড় হয়।
থিম্পু সেচু - দ্বিতীয় বুদ্ধ হিসেবে পরিচিত রিংপোচেকে নিয়ে এই উৎসব। উৎসবে যোগ দেন সারা বিশ্ব ও দেশের স্থানীয় পর্যটকেরা। ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর এই উৎসবের আয়োজন করা হবে চলতি বছর। গুরু রিংপোচে আট রূপের প্রদর্শন হয় এই উৎসবে। কিছু ধর্মীয় সুর থাকে অনুষ্ঠানের কেন্দ্রে।
গেনেখা মুস্তাক মাশরুম উৎসব - গেনেখা মুস্তাক মাশরুম উৎসব থিম্পুতে দুই দিন ধরে পালন করা হয়। এই বিশেষ উৎসবটি মাশরুম রোপণের উৎসব পালন করা হয়। খাওয়ার যোগ্য এমন মাশরুমের চাষ ঘিরেই এই উৎসব পালন করা হয়। তবে খাদ্যের মাশরুম ছাড়াও. বন্য মাশরুম, হাই ব্রিড ফসলের চাষও করা হয়ে থাকে। খাদ্য উৎসবের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে ভুটানের এই উৎসবে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Dark Chocolate: ইনসুলিনের ক্ষমতা বাড়ায় ডার্ক চকোলেট, আর কী উপকার, কতটা খাবেন ?