কলকাতা: ফের ফিরছে বার্ড ফ্লুয়ের আশঙ্কা। ফিরছে বড় আকার নিয়ে। সম্প্রতি এমনটাই জানা গেল একটি গবেষণায়। ফ্রন্টিয়ারে ওই গবেষণা প্রকাশিত হয়েছিল। তবে এই গবেষণা আদতে একটি ঘটনার কারণে শুরু হয়। গবেষকদের কথায়, আর্জেন্টিনার সমুদ্রতটে চারটি সি লায়ন, একটি লোমশ সিল ও একটি টার্ন নামক সামুদ্রিক পাখিকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তাদের দেহের ময়না তদন্ত করে সন্ধান মেলে একটি ভাইরাসের। যা আদতে বার্ড ফ্লু-এর ভাইরাস। বিজ্ঞানীদের কথায়, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যে ভ্যারিয়ান্টটি পাওয়া গিয়েছে, তার নাম H5N1-clade 2.3.4.4b । 


কেন বিপজ্জনক এই ভাইরাস ?


বার্ড ফ্লু এর আগেও ত্রাস ছড়িয়েছে। আক্রান্ত হয়েছেন বহু ব্যক্তি। সেই ভাইরাস এবার বেশি শক্তি নিয়ে ফিরে এল। এমনটাই মনে করছেন গবেষকরা। এই বেশি শক্তির পরিচয় কী ? বিজ্ঞানীদের দাবি, এই নয়া রূপের ভাইরাস সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদেরও আক্রান্ত করতে পারে। পাখিদের মধ্য়ে বিভিন্ন প্রজাতিকে আক্রমণ করার শক্তি অর্জন করেছে নয়া ভাইরাস। ফলে মানুষের মধ্যে ছড়ালে তা মারাত্মক আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে।


কী বলছে জিন বিশ্লেষণ ?


হেলথডে নিউজ-এর রিপোর্ট অনুযায়ী, জেনেটিক অ্যানালিসিস করে দেখা গিয়েছে, চিলির মানুষের মধ্যে ছড়িয়ে পড়া ভাইরাসের স্ট্রেনের সঙ্গে মিল রয়েছে এই রূপটির। তা থেকেই নিশ্চিত হচ্ছেন বিজ্ঞানীরা। অন্যদিকে পেরু ও চিলিতে পাওয়া সিলগুলির মৃতদেহের মধ্যেও একই ভাইরাস পাওয়া গিয়েছে। যা থেকে বড় সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। 


কী বলছেন গবেষক ?


অগাস্তিনা রিমন্ডি সংবাদমাধ্যম -কে জানান, এই ভাইরাস সামুদ্রিক প্রাণীদের মধ্যেই ছড়িয়েছে। তবে পাখিদের সংক্রমণ করারও সমান ক্ষমতা রয়েছে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রবীণ গবেষক মার্সেলা উহার্ট জানাচ্ছেন, এই ভাইরাসকে নতুন দানবের অ্যাখ্যা দিয়েছেন। 


বার্ড ফ্লু নিয়ে রয়েছে হু-এর সতর্কতা


মূলত গৃহপালিত পশুদের আক্রমণ করে এই ভাইরাস। তবে বিজ্ঞানীদের কথায়, মানুষরাও বিপদের বাইরে নয়। গত বছর এপ্রিল মাস চিনে তিনজন বার্ড ফ্লুতে আক্রান্ত হন। তাদের ভাইরাসের রূপ ছিল H3N8-এর একটি সাবটাইপ। ঠিক সেই ঘটনার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেই অ্যাডভাইসারিতে সতর্ক করা হয় এই ভাইরাস নিয়ে। নয়া গবেষণা বার্ড ফ্লু-এর নয়া বিপদকেই তুলে ধরল।


আরও পড়ুন - Obesity: কোভিডের পর কি চিন্তায় ফেলছে ওবেসিটি ?