Foods and cancer risk: বাঙালির প্রিয় কোন খাবারে লুকিয়ে ক্যানসারের সূত্র ? কোনটাই বা ঠেকায় মারণরোগ ?

কোনটাই বা ঠেকায় ক্যানসার? আলোচনায় অঙ্কোলজিস্ট (ছবি: পিক্স্যাবে)
Foods and Disease Risk: বাঙালির কোন প্রিয় পদ ক্যানসারের কারণ হতে পারে। আর কোনটাই বা রোগকে ঠেকিয়ে রাখে? এই নিয়ে বিশদে আলোচনা করলেন ক্যানসার বিশেষজ্ঞ।
কলকাতা: জীবনযাপনের বদলের সঙ্গে নতুন নতুন রোগের প্রকোপও বাড়ছে। তার সঙ্গে বাড়ছে রোগের জটিলতা। তেমনই একটি রোগ হল ক্যানসার। ক্যানসারের সঙ্গে অন্যান্য রোগের বেশ কিছু মৌলিক তফাত রয়েছে।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


