কলকাতা: সদ্যই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। উত্তরাখণ্ডের রুরকির মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি (Rishabh Pant Car Accident)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। জানা গিয়েছে, বিলাসবহুল গাড়িটি নিজেই চালাচ্ছিলেন ঋষভ। আচমকাই সেটি গিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মারে। এরপর গাড়িতে আগুন লেগে যায়। কোনওরকমে গাড়ির জানলা দিয়ে বেরিয়ে প্রাণে বেঁচেছেন ঋষভ। কিন্তু তাঁর চোট, আঘাত ও দেহের ক্ষত মারাত্মক। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ঋষভের দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার ছবি। যা দেখে আঁতকে উঠছেন নেটিজেনরা। 


অনেকেই গাড়ি কেনার আগে রং নিয়ে চিন্তাভাবনা করেন। কারও কোনও পছন্দের রং থাকে। কেউ আবার নিরাপত্তার কথা ভেবে সমীক্ষা অনুযায়ী চলেন যে, কোন রঙের গাড়ি দুর্ঘটনার কবলে কম পড়ে। বিভিন্ন সমীক্ষা অনুযায়ী সামনে আসে নানা তথ্য। কোন রঙের গাড়ির দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা কত, সে সম্পর্কে জানাচ্ছেন সমীক্ষকরা।


কোন রঙের গাড়ির দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা কত?


বিভিন্ন সমীক্ষা অনুযায়ী সমীক্ষকরা জানাচ্ছেন যে, কালো রঙের গাড়ি সবথেকে বেশি দুর্ঘটনার কবলে পড়ে। এরপরই তালিকায় থাকে ধূসর এবং রুপালি রঙের গাড়ি। সমীক্ষকরা জানাচ্ছেন, যত গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে, তার মধ্যে ৪৭ শতাংশ ছিল কালো রঙের গাড়ি। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, কালো রঙের গাড়ির দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। এর কারণ হিসেবে গবেষকদের মত, কালো গাড়ি দেখা যেতে সমস্যা হয়। বিশেষ করে রাতে। অন্য গাড়ির চালকদেরও এই রঙের গাড়ি নিয়ে সমস্যা হয়। কালো, ধূসর, রুপোলি রঙের পরই তালিকায় থাকে নীল,  লাল এবং সবুজ রঙের গাড়ি। 


আরও পড়ুন - Happy New Year 2023: নিজেকে করুন আরও উন্নত, নতুন বছরে নিজের কাছে প্রতিজ্ঞা করুন এগুলো


কোন রঙের গাড়ি কম দুর্ঘটনার কবলে পড়ে?


এক্ষেত্রেও সমীক্ষকরা জানাচ্ছেন যে, সাদা রঙের গাড়ি সবথেকে কম দুর্ঘটনার কবলে পড়ে। এরপরই নিরাপদ রং হিসেবে তালিকায় থাকছে হলুদ, কমলা, সোনালি রঙের গাড়ি।


যদিও এর সঙ্গেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার কারণ শুধুই রং নয়। চালকের মনঃসংযোগের উপর অনেকটা নির্ভর করে। গাড়ি চালানোর সময়ে চালককে অনেক বেশি সতর্ক থাকতে হয়। তবেই এড়ানো যায় গাড়ি দুর্ঘটনা।