Cancer: মারণরোগের নতুন দিশা CAR-T Cell Therapy- তে ? কীভাবে কাজ করে এই চিকিৎসা-পদ্ধতি , খরচ কত

প্রতীকী ছবি
CAR-T Cell Therapy: মূলত ব্লাড ক্যানসারের ক্ষেত্রে এই CAR-T Cell Therapy ব্যবহার করা হয়। সহজ ভাষায় বললে ব্লাড ক্যানসারের দ্রুত বেগে ছড়িয়ে পড়া রুখতে এই চিকিৎপদ্ধতির সাহায্য নেওয়া হয়।
Blood Cancer: ক্যানসার- (Cancer) আক্ষরিক অর্থেই মারণরোগ। কার শরীরে কখন যে নিশ্চুপে বাসা বাঁধবে টেরও পাওয়া যায় না। কথায় বলে, ক্যানসার শুধু রোগীকে নয়, কার্যত ঝাঁঝরা করে দেয় ওই রোগীর সঙ্গে জড়িয়ে থাকা
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে


