Cancer: মারণরোগের নতুন দিশা CAR-T Cell Therapy- তে ? কীভাবে কাজ করে এই চিকিৎসা-পদ্ধতি , খরচ কত

CAR-T Cell Therapy: মূলত ব্লাড ক্যানসারের ক্ষেত্রে এই CAR-T Cell Therapy ব্যবহার করা হয়। সহজ ভাষায় বললে ব্লাড ক্যানসারের দ্রুত বেগে ছড়িয়ে পড়া রুখতে এই চিকিৎপদ্ধতির সাহায্য নেওয়া হয়।

Blood Cancer: ক্যানসার- (Cancer) আক্ষরিক অর্থেই মারণরোগ। কার শরীরে কখন যে নিশ্চুপে বাসা বাঁধবে টেরও পাওয়া যায় না। কথায় বলে, ক্যানসার শুধু রোগীকে নয়, কার্যত ঝাঁঝরা করে দেয় ওই রোগীর সঙ্গে জড়িয়ে থাকা

Related Articles