Heart Attack Vaccine : হার্ট অ্যাটাক থেকে স্ট্রোক রুখে দেবে ভ্যাকসিন ! সোনালি দিনের দোরগোড়ায় আমরা?

রক্ত জমাট বেঁধে ধমনী অবরুদ্ধ হয়ে যাওয়া ! এই ধরনের সমস্যার ফলে আচমকা হার্ট অ্যাটাক হতে পারে। এছাড়া ব্রেন স্ট্রোকের ঝুঁকিও বাড়ে।

Continues below advertisement

নয়াদিল্লি : হার্ট অ্যাটাক বা স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। নানারকম হার্টের অসুখও বাড়ছে। কয়েকটি গবেষণা ইতিমধ্যেই দাবি করেছে, কোভিড ১৯ এর পর থেকে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়েছে। লং কোভিডের এফক্ট পড়েছে মানুষের হৃদযন্ত্রেও। শুধু হার্টের অসুখ নয়, হাইপারটেনশন থেকে স্ট্রোকের ঝুঁকিও বেড়েছে। ব্লাড প্রেসারের ওষুধ খেলেই তো আর সব সমস্যা থেকে রেহাই পাওয়া যায় না। এই যেমন , রক্ত জমাট বেঁধে ধমনী অবরুদ্ধ হয়ে যাওয়া ! এই ধরনের সমস্যার ফলে আচমকা হার্ট অ্যাটাক হতে পারে। এছাড়া ব্রেন স্ট্রোকের ঝুঁকিও বাড়ে। এবার এই ধরনের অসুখের ঝুঁকি  কমাতে নতুন এক টিকা তৈরির দাবি করেছেন চিনের বিজ্ঞানীরা। 

Continues below advertisement

চিনের নানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ট টেকনোলজির গবেষকদের দাবি,  তারা এমন এক  প্রতিষেধক তৈরি করে ফেলার মুখে,  যা হার্ট অ্যাটাকের ফলে মৃত্যুর প্রবণতা কমাবে। তবে এখনও গবেষণার চূড়ান্ত ফল পাওয়া যায়নি। এখনও মানুষের শরীরে ট্রায়ালের অনেক ধাপ বাকি। তারপরেই জানা যাবে, এই টিকা হার্টের অসুখ বা স্ট্রোক আটকাতে কতটা কার্যকর। 

চিনের বিজ্ঞানীরা ধমনীতে প্লাক জমাট বাঁধা আটকাতে একটি ভ্যাকসিন আবিষ্কারের দোরগোড়ায়।  কী এই প্লাক ?  ধমনীর ভেতরে চর্বি, কোলেস্টেরল এবং অন্যান্য পদার্থ জমতে জমাতে পুরু হতে থাকে, তাতে রক্ত সঞ্চালনের রাস্তাটা ক্রমাগত সরু হতে হতে অবরুদ্ধ হয়ে পড়ে । সেটাকেই সকল ব্লকেজ বলে শুনতে অভ্যস্ত। আর এই টিকা রক্ত ​​জমাট বাঁধা, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের পরিস্থিতি তৈরি হতে দেবে না। ধমনীতে ফ্যাটি প্লাক জমার সমস্যাটিকে এথেরোস্ক্লেরোসিস বলে। এই সমস্যা বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। এর ফলে ব্যাহত হয় ধমনীতে রক্ত চলাচল। যার ফলে হতেই পারে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক। 

চিকিৎসকরা এই ধমনী অবরুদ্ধ পড়ার বিষয়টি পরীক্ষা করে দেখেন। একবার ধরা পড়লে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়ে থাকে।  রক্তনালীগুলির মধ্যে বাধা সরিয়ে রক্তসঞ্চালন স্বাভাবিক করতে স্টেন্ট ব্যবহার করা হয়। তবে চিনা টিকা ঠিকঠাক কাজ করলে এই সব ঝক্কি এড়ানো যেতে পারে। চিনা গবেষকদের দাবি, নতুন প্রতিষেধক এই প্লাক জমা করতেই দেবে না।  

নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে চিনা বিজ্ঞানীদের এই নতুন গবেষণার কথা।  এরই মধ্যে ভ্যাকসিনটি  ইঁদুরের শরীরে প্রয়োগ করা হয়েছে ও ইতিবাচক ফল মিলেছে। চিনের নানজিং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মনে করছেন এই ভ্যাকসিন  এথেরোস্ক্লেরোসিস আটকাতে পারবে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola