নয়াদিল্লি : দেশে করোনা-গ্রাফের ( coronavirus ) ওঠানামা চলছেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৩৪ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৪৬৪।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৪৩০ জনের। 

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪০ লক্ষ ৫০ হাজার ৯। 

    অন্যদিকে, রাজ্যে গত ২৪ ঘন্টায় কমল কোভিড ( Covid 19 )  আক্রান্তের সংখ্যা (Covid Postive)। সোমবার রাজ্যের কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, (WB Covid Bulletin) 

  • আগের ২৪ ঘন্টায় সারা বাংলায় কোভিডে সংক্রমিত হয়েছেন ৪৩৬ জন। যেখানে গত ৪৮ ঘন্টায় কোভিডে আক্রান্তের সংখ্য়া ছিল, ১০১১ ।

  • পাশাপাশি এদিন কোভিডে মৃত্যু শূন্য না হলেও গত ৪৮ ঘন্টার থেকে কমেছে। গত ৪৮ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছিল ৭ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬ জনের।

  • পাশাপাশি কমেছে পজিটিভিটি রেটও। গত ২৪ ঘন্টায় সারা বাংলায় পজিটিভিটি রেট (Positivity Rate) ৭.৭৮ শতাংশ থেকে কমে হয়েছে ৬.৩৪ শতাংশ। 

    আরও পড়ুন : 

    কেরলে সংক্রমিত আরও ১, দেশে মাঙ্কিপক্স আক্রান্ত মোট ৭


    চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্সও 

    উপসর্গ নিয়ে একদিন আগেই মারা গিয়েছেন এক রোগী (Monkeypox Symptoms)। কেরলে (Kerala) ফের এক মাঙ্কিপক্স আক্রান্তের (Monkeypox Infection) হদিশ মিলল। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছেন ওই ব্যক্তি। তাঁর শরীরে মাঙ্কিপক্স ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে কেরল সরকার। এই নিয়ে কেরলে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ জনে ঠেকল। মঙ্গলবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নতুন করে যে ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে, তাঁর বয়স ৩০ বছর।