নয়াদিল্লি: চেনা উপসর্গে একদিন আগেই মারা গিয়েছেন এক রোগী (Monkeypox Symptoms)। কেরলে (Kerala) ফের এক মাঙ্কিপক্স আক্রান্তের (Monkeypox Infection) হদিশ মিলল। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছেন ওই ব্যক্তি। তাঁর শরীরে মাঙ্কিপক্স ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে কেরল সরকার। এই নিয়ে কেরলে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ জনে ঠেকল। 


কেরলে আরও এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স সংক্রমণ


মঙ্গলবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ পঞ্চম মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে বলে নিশ্চিত করেছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নতুন করে যে ব্যক্তির শরীরে সংক্রমণ ধরা পড়েছে, তাঁর বয়স ৩০ বছর। মলপ্পুরমের মাঞ্জেরি মেডিক্যাল কলেজে এই মুহূর্তে চিকিৎসা চলছে তাঁর। গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে কোঝিকোড় বিমানবন্দরে নামেন তিনি। 


এর আগে, সোমবার দেশে সর্বপ্রথম মাঙ্কিপক্স আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়। তিনিও কেরলের বাসিন্দা বলেই জানা যায়। ২২ বছর বয়সি ওই ব্যক্তি ত্রিশূর জেলার বাসিন্দা বলে জানা যায়। তিনিও বিদেশেই আক্রান্ত হন বলে দাবি সামনে আসছে। তবে মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়াতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা, ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। 


আরও পড়ুন: Har Ghar Tiranga: তেরঙ্গায় শোভিত ফেসবুক-ট্যুইটার DP, স্বাধীনতার অমৃতকাল উদ্‌যাপন প্রধানমন্ত্রীর


গত মে মাস থেকে কেন্দ্রীয় সরকার মাঙ্কিপক্সের উপর নজর রেখে চলেছে। বিদেশফেরত যাত্রী, যাঁদের জ্বর রয়েছে এবং ত্বকে ফুসকুড়ি পাওয়া যাচ্ছে, প্রাথমিক পর্যায়ে তাঁদেরকেই মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহভাজন হিসেবে নজরদারিতে রাখা হচ্ছে। 


এ দিকে, রাজধানী দিল্লিতেও এক মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ মিলেছে। ৩৫ বছরের ওই ব্যক্তি আদতে নাইজিরিয়ার বাসিন্দা। তবে দিল্লিতে থাকে। সাম্প্রতিক কালে দেশের বাইরে যাননি তিনি। দিল্লিতে এখনও পর্যন্ত দু’জনের শরীরে মাঙ্কিপক্সের সংক্রমণ মিলেছে। সবমিলিয়ে দেশে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা বেড়ে সাতে পৌঁছেছে। 


দেশে মাঙ্কিপক্স আক্রান্ত মোট সাত জন, দু’জনের রিপোর্টের অপেক্ষা


রাজস্থানেও দুই ব্যক্তির মধ্যে সম্ভাব্য উপসর্গ পাওয়া গিয়েছে বলে খবর। তাঁদের মধ্যে একজন অজমের এবং দ্বিতীয় জন ভরতপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আপাতত আইসোলেশনে রেখে জয়পুরের রাজস্থান ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে চিকিৎসা চলছে তাঁদের। তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।