COVID 19 Live: চিন, জাপান, তাইল্যান্ড, কোরিয়া থেকে এলেই বিমানবন্দরে আরটিপিসিআর রিপোর্ট বাধ্যতামূলক, জানাল কেন্দ্র

COVID 19 Live Updates: বড়দিনের আগে দেশে কোভিডের কামড়। এই মুহূর্তে গোটা দেশে কোভিড মোকাবিলায় কী কী পদক্ষেপ ? কোন রাজ্যে কী পরিস্থিতি ?

ABP Ananda Last Updated: 23 Dec 2022 11:53 PM

প্রেক্ষাপট

নয়া দিল্লি: সামনেই বড়দিন। ইতিমধ্যেই সেজে উঠেছে সারা দেশ। উৎসবের মরসুমে (Fesival) যখন মানুষ রাঙিয়ে উঠেছে, তখনই সাবধান বার্তা এল সারা দেশে। সতর্ক কেন্দ্র- রাজ্যও। কারণ ইতিমধ্যেই চিন , জাপান,...More

Coronavirus News Live: করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপ পড়ছে মনের উপর, বলছেন বিশেষজ্ঞরা

করোনার সঙ্গে বিশ্ববাসীর ঘর করার, প্রায় তিন বছর হতে চলল। কখনও সংক্রমণের ভয়, কখনও আবার সামান্য স্বস্তি। এভাবেই চলছে জীবন। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছর ধরে চলা পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপ পড়ছে আমাদের মনের উপর।