নয়াদিল্লি : এক ধাক্কায় দেশে করোনায় দৈনিক সংক্রমণ অনেকটা বাড়ল। সেইসঙ্গে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,



  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯০৬ জন।

  • মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩ হাজার ৬১৫।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২০।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৫১৯ জনের।

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৬ লক্ষ ৬৯ হাজার ৮৫০।






অন্যদিকে, উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় (Coronavirus) ৫জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। মঙ্গলবারের হিসেব বলছে, রাজ্যে ফের আড়াই হাজার পার করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে করোনায় ২ হাজার ৬৫৯জন সংক্রমিত। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (Kolkata) , তারপরেই উত্তর ২৪ পরগনা (North 24 Paragana)। কলকাতায় একদিনে করোনায় ৭৪৩ জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় একদিনে ৫৭৯ জন করোনা আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। রাজ্যে করোনায় পজিটিভিটি রেট ১৮ শতাংশ। এদিকে, দেশে সংক্রমণ কমলেও ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেস, কাটছে না করোনা-উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৬১৫ জন।