নয়াদিল্লি : উৎসবের মরসুম সারা দেশে। বঙ্গে দুর্গাপুজো আর সারা দেশে চলছে নবরাত্রি পালন। সেই উপলক্ষে সব জায়গায় চলছে ছোট - বড় জমায়েত। দেশে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমল।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। তবে বিশেষজ্ঞদের ধারণা, উৎসবে করোনা বিধি ভুলে একত্রিত হয়ে আনন্দ করার ফলে করোনার থাবা চওড়া হল কি না, জানা যাবে আরও কিছুদিন পরেই। 



  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫২৯।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। 

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৭৫৪ জনের।

  • দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৪ হাজার ৪৬৩। 

    অন্যদিকে পশ্চিমবঙ্গেও করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। একাদশীতে প্রকাশিত তথ্য অনুসারে, বাংলায় শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছে ৬৯ জন। যা আগের দিনের তুলনায় কম। মৃত্যু হয়েছে ১ জনের।

  •  






অন্যদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও। দুর্গা পুজো মিটতেই ডেঙ্গিতে জোড়া মৃত্যু হল শহরে। দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দশম শ্রেণির মেধাবী ছাত্র সায়ন হালদারের। উত্তরপ্রদেশ থেকে রাজ্যে আসা এক তরুণীর মৃত্যু হয়েছে সল্টলেক আমরিতে। দুটি ক্ষেত্রেই ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। দশম শ্রেণির ছাত্রের পরিবার সূত্রে খবর, সপ্তমীর দিন জ্বর আসে তার। প্রথমে গোরাবাজারে পুরসভার হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে স্থানান্তরিত করা হয় আর জি কর হাসপাতালে। সেখানেই গতকাল রাতে মৃত্যু হয় পড়ুয়ার। মেধাবী ওই ছাত্র ছিল এক ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাসের ফার্স্ট বয়। তার মৃত্যুতে স্কুলের সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও শোকের ছায়া। ভেঙে পড়েছে পরিবার।