কলকাতা: কালীপুজোর (Kali Puja) আগেই ধনতেরস। সেজে উঠেছে শহরের সোনার দোকানগুলি।  সংসারের শ্রীবৃদ্ধি কামনায় চলছে সোনা, রুপো কেনা। ধন ত্রয়োদশী থেকে ধনতেরস শব্দের উৎপত্তি। পুরাণ মতে, সমুদ্র মন্থনে কুবেরের সঙ্গে উঠে এসেছিলেন দেবী লক্ষ্মী। সেই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই দিনই লক্ষ্মীর আরাধনায় মাতে গোটা দেশ। 


ধনতেরসে (Dhanteras) সোনা কেনাকাটার সময় কোন কোন দিকগুলোয় আরও বেশি করে নজর দেওয়া দরকার, যাতে প্রতারকের পাল্লায় না পড়তে হয়, সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন বিশেষজ্ঞরা-


১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনার গহনা কেনার সময় সবসময় হলমার্ক দেখে তবেই কেনা উচিৎ। হলমার্ক সোনার গুণগত মান এবং সঠিক দাম সম্পর্কে অবগত করে। তাই সোনার গহনার ক্ষেত্রে সবসময়ই হলমার্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন তাঁরা। দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সোনায় হলমার্ক দিয়ে থাকে।


আরও পড়ুন - Dhanteras 2021: দেবতাদের কোষাধ্যক্ষ তিনি! ধনতেরসে কুবেরের আরাধনায় বিপুল অর্থলাভের সম্ভাবনা


২. সোনার গুণগত মান বোঝায় তা কত ক্যারট। সাধারণত বিশ্বাস করা হয়, ২৪ ক্যারট সোনাই ৯৯.৯ শতাংশ উন্নতমানের। যেখানে ২২ ক্যারট সোনা বলতে গুণগত মান ৯২ শতাংশ বোঝায়। তাই সোনা কিংবা সোনার গহনা কেনার সময় সবসময় তা কত ক্যারট সেটা দেখে নেওয়া প্রয়োজন।


৩. বহু ক্ষেত্রেই সোনার গহনা ওজনের উপর ভিত্তি করে বিক্রি হয়। সোনার গহনার মধ্যে হিরে কিংবা অন্যান্য পাথর বসানো থাকলে তা আরও ভারি হয়ে যায়। তাই সোনার গহনা কেনার সময় সোনার সঠিক ওজন দেখে নিতে ভুলবেন না। এমনটাই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, অনেক সময়ই হয়তো আপনি সোনার গহনার ওজন অনুযায়ী দাম দিলেন। কিন্তু পরবর্তীকালে সেই গহনা বিক্রি করার সময় খেয়াল করলেন তাতে গহনার সঠিক ওজনের মধ্যে অনেকটাই পাথরের ওজন রয়েছে। এবং আপনি অনেক বেশি দাম দিয়ে গহনাটি কিনে ফেলেছেন। 


৪. সোনার গহনা যখনই কিনছেন তখন মজুরি হিসেবে একটা টাকা ধার্য করা থাকে। গহনার ডিজাইনের উপর এই মজুরি নির্ভর করে। পাশাপাশি কারিগরের হাতে তৈরির তুলনায় মেশিনে তৈরি গহনার দাম কম হয়। বহু ক্ষেত্রেই অনেক গহনা প্রস্তুতকারক সংস্থা গহনার মজুরিতে ছাড় দেয়। সোনার গহনা কেনার সময় তাই এইগুলো দেখে নেওয়া দরকার।