Carpal Tunnel Syndrome: কাজ করতে করতে হাতে অসাড় ভাব ? খুন্তি নাড়ালে কব্জিতে ঝিনঝিন ? Carpal Tunnel Syndrome নয়তো ?

কাজ করতে করতে হাতে অসাড় ভাব ? খুন্তি নাড়ালে কব্জিতে ঝিনঝিন ? Carpal Tunnel Syndrome নয়তো ?
Health News:কখনও এমন হয় যে দীর্ঘক্ষণ মোবাইল ধরে থাকার পর কব্জির কাছে ঝিনঝিন করে ? বা ধরুন হাতে অসাড় ভাব লাগে ? ব্যথা করে ? বার বার এই ধরনের সমস্যা হলে আরও বেশি সতর্ক হওয়া দরকার।
পায়েল মজুমদার, কলকাতা: প্রথমে ঘরদোর ধোয়ামোছা, তার পর জামাকাপড় কাচা, শেষে রান্না। এসবের মাঝে ঘড়ির কাঁটা কখন ঘুরে যায় টের পান না? খালি খুন্তি নাড়াতে গেলে মাঝেমধ্যেই কব্জির কাছে ঝিনঝিন করে?
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে