Diabetes Food Myth vs Reality: ‘এই খেয়ো না, সেই খেয়ো না’ - ডায়াবেটিস কি আদৌ এতো বাধানিষেধের রোগ ?

Doctor's Opinion on Diabetes Food: ডায়াবেটিস নিয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে। নানা বাধানিষেধই সেগুলির অন্যতম। কিন্তু সব বাধানিষেধ কি শোনার দরকার রয়েছে ? এবিপি লাইভ বাংলার সঙ্গে আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসক।

Diabetes Food Myth vs Reality:  সুগার হলেই বাড়ির লোক ও পরিচিতদের কাছ থেকে খাবার নিয়ে নানা কথা শুনতে হয় মাঝে মাঝে। অনেক সময় বাড়ির মধ্যে অশান্তিও লেগে যায়। বারণ সত্ত্বেও মিষ্টিজাতীয় খাবার খেলে মন কষাকষি হয়।

Related Articles