কলকাতা: বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2021) এসে গিয়েছে। করোনা পরিস্থিতি চললেও তার মধ্য়ে এক টুকরো আনন্দের জন্য প্রিয়জনের সঙ্গে দুর্গাপুজোর উৎসবে মেতে উঠেছেন মানুষ। শাস্ত্র অনুযায়ী দুর্গাপুজোর প্রতিটা রীতি নীতির আলাদা আলাদা মানে রয়েছে। মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী শোনার পর থেকেই যেন দুর্গাৎসব চালু হয়ে যায়। দিন গোনা শুরু হয়ে যায় কুমারী পুজো থেকে অষ্টমীর অঞ্জলীর। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমী। দুর্গাপুজোর প্রতিটা দিনের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে।
Durga Puja 2021: পুজোর দিনে কীভাবে চটজলদি নিরামিষ ভোগ রান্না করে ফেলবেন?
দুর্গাপুজোর প্রতিটা দিনে উৎসবের আমেজে হইহই করে, খাওয়া দাওয়া করে এবং পুজো প্যান্ডেলে ঘুরে ঘুরে কাটানোর পর আসে বিজয়া দশমী। এই বিজয়া দশমীর সবথেকে বড় আকর্ষণ থাকে সিঁদুর খেলা। বিবাহিত মহিলারা এদিন মা দুর্গাকে সিঁদুর পড়িয়ে বরণ করার পর নিজেরা একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন। তার সঙ্গে পাল্লা দিয়ে চলে ঢাকের আওয়াজ। কিন্তু কেন দশমীর দিন সিঁদুর খেলা হয়? কী মাহাত্ম্য রয়েছে সিঁদুর খেলার?
শাস্ত্র মতে জানা যায় যে, দুর্গাপুজোর বিজয়া দশমীতে বিবাহিত মহিলারা তাঁদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে সিঁদুর খেলেন। অর্থাৎ, হিন্দু ধর্ম এবং শাস্ত্রমতে এদিন সিঁদুর খেললে স্বামীর আয়ু বাড়ে। এদিন মা দুর্গাকে পান পাতা দিয়ে বরণ করে মিষ্টি মুখ করিয়ে মায়ের সিঁথিতে সিঁদুর দেন বিবাহিত মহিলারা। তারপর সেই সিঁদুর একে অপরের সিঁথিতে রাঙিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা। সিঁদুর খেলার দিনই আয়োজিত হয় ধুনুচি নাচ। এক ধরনের বিশেষ নাচ প্রদর্শন করা হয় মায়ের সামনে।
আরও পড়ুন - Durga Puja 2021: পুজোর সময়ে ঠাকুর দেখতে গিয়ে যে স্ট্রিট ফুডগুলো একেবারেই মিস করা চলে না
শাস্ত্র মতে আরও জানা যায় যে, প্রায় সাড়ে চারশো বছর আগে প্রথমবার সিঁদুর খেলা হয় বিজয়ার দিনে। সেই থেকে যুগ যুগ ধরে এই রীতি মেনে আসছেন বাঙালিরা।