Kajal Removal Tips : সেভাবে মেকআপ না করলেও একটা ছোট্ট জিনিস আপনার লুক একদম বদলে দিতে পারে। আর তা হল কাজল পরার অভ্যাস। কাজল পরলে আই মেকআপের কাজও হয়ে যাবে। চোখে আর মেকআপ না করলেও চলবে। এমনকি আর কিছু না সাজলেও চলবে। ইন্ডিয়ান পোশাক হোক কিংবা ওয়েস্টার্ন- কাজল সবকিছুর সঙ্গে সুন্দরভাবে খাপ খেয়ে যায়। আপনার চোখ যেমনই হোক না কেন, কাজল পরলে দেখতে সুন্দর লাগবেই। তবে কাজল পরার পর, তা সঠিক ভাবে তুলতে না জানলে কিন্তু চোখের ক্ষতি হতে পারে। 

Continues below advertisement

কাজল তোলার ক্ষেত্রে কী কী টিপস মেনে চললে সহজেই কাজল উঠে যাবে এবং চোখেরও কোনও ক্ষতি হবে না, জেনে নিন 

  • সহজে কাজল তোলার জন্য ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করুন। হাল্কা ধরনের কোনও ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করলে ভাল। খেয়াল রাখবেন যাতে চোখের ভিতরে ক্রিম ঢুকে না যায়। কাজল সবসময় চোখ থেকে তুলে তারপর ঘুমানো উচিৎ। চোখে কাজল রেখে ঘুমানো ক্ষতিকর। সবসময় ভাল গুণমানের কাজল ব্যবহার করতে হবে। নাহলে চোখে সমস্যা হতে পারে। 
  • খুব জোরে ঘষে চোখ থেকে কাজল তুলতে যাবেন না। এতে চোট পেতে পারেন চোখে। তাই সাবধানে ক্রিম লাগাতে হবে। একেবারেই হাতের জোরে ঘষে ক্রিম কিংবা ময়শ্চারাইজার লাগাতে যাবেন না চোখে। 
  • চোখের কাজল তোলার জন্য হাতের বদলে তুলো ব্যবহার করুন। হাত দিয়ে ঘষলে চোখে চোট-আঘাত পাওয়া ছাড়াও ইনফেকশনের ভয় থেকে যায়। তাই তুলো ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। আগে তুলো জলে ভিজিয়ে ভাল করে আলতো হাতে চোখ মুছে নিন। তারপর ক্রিম লাগিয়ে ম্যাসাজ করে নিন। এরপর আবার ভেজা তুলো দিয়ে চোখ মুছে নিন। 
  • কাজল খুব গাঢ় হলে, তা তোলার জন্য নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তুলোর মধ্যে নারকেল তেল দিয়ে ভিজিয়ে নিন। তারপর চোখের কাজল মুছে নিতে হবে। কাজল পুরো উঠে গেলে আবার ভালভাবে জলে ভেজা তুলো দিয়ে চোখ মুছে নিতে হবে। খেয়াল রাখবেন তেল যেন চোখে ঢুকে না যায়। 
  • জল দিয়ে ঘষে কাজল তোলার চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। তবে ক্রিম, তেল যা দিয়েই কাজল তুলবেন ঠিক করে থাকুন না কেন, আগে জল দিয়ে চোখ ধুয়ে নিন। কিংবা ভেজা তুলো দিয়ে চোখ মুছে নিন। তারপর বাকি কাজ করুন। কাজল তোলার সময় তুলো ছাড়াও নরম কাপড় ব্যবহার করতে পারেন আপনি। 

Continues below advertisement