কলকাতা: আমাদের দেশে প্রায় ৪০ মিলিয়ন মানুষ একেবারে অন্ধ বা আংশিক অন্ধ (Blind)। এমনটাই জানাচ্ছেন সমীক্ষকদের একাংশ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (WHO) তথ্য অনুযায়ী এই ৪০ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় ১.৬ মিলিয়ন শিশুও রয়েছে। মৃত্যুর পর যাতে চোখদুটি অন্য কোনও মানুষের কাজে লাগতে পারে, তাই বহু মানুষ মরনোত্তর চক্ষুদান করে যান। কিন্তু এই মরনোত্তর চক্ষুদানের ক্ষেত্রে অনেক নিয়ম কানুন রয়েছে। তার পাশাপাশি কোন কোন শারীরিক অবস্থায় চক্ষুদান করা যায়, কোন শারীরিক পরিস্থিতিতে চক্ষুদান করা যায় না, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


আরও পড়ুন - Health Tips: হজমের সমস্যায় ভুগছেন? কীভাবে খাবার খেলে তা সঠিকভাবে হজম হবে?


আরও পড়ুন - Hair Care Tips: লম্বা ও মজবুত চুল চান? হাতের কাছে রান্নাঘরেই রয়েছে উপাদান


কীভাবে চক্ষুদান করতে পারবেন?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন মরনোত্তর চক্ষুদান করার জন্য প্রথমেই আই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে কিছু জরুরি নথিপত্রে সই করতে হয়। এরপর কাছের মানুষদের চক্ষুদানের কথা জানিয়ে রাখতে হবে। চক্ষুদানের ফর্মে সই করার সময়ে দুজন সাক্ষী রাখা দরকার। যিনি চক্ষুদান করেছেন, তাঁর মৃত্যুর পর সঙ্গে সঙ্গে আই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা দরকার।


আরও পড়ুন - Banana Peels on Acne: কলার খোসা দিয়েই দূর হবে ব্রণ-অ্যাকনের দাগ, পদ্ধতি জানাচ্ছেন ভাগ্যশ্রী


আরও পড়ুন - Glowing Skin Tips: উজ্জ্বল ত্বক পেতে দারুণ কার্যকরী হলুদের টোনার, রইল তৈরি করার এবং ব্যবহারের পদ্ধতি


কারা মরনোত্তর চক্ষুদান করতে পারবেন, আর কারা পারবেন না?
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যেকোনও বয়স যেকোনও লিঙ্গের মানুষ মরনোত্তর চক্ষুদান করতে পারবেন। অনেকেরই ধারণা রয়েছে, যাঁদের উচ্চরক্তচাপের সমস্যা রয়েছে, তাঁরা চক্ষুদান করতে পারেন না। এই ধারণাকে একেবারেই অসত্য বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে, যাঁদের হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইডস, রেবিস, কলেরা, লিউকেমিয়া বা ব্লাড ক্যানসার এবং কোনওরকম সংক্রামক ব্যাধি যেমন, এনসেফালাইটিস এবং ম্যানিনজাইটিসের মতো অসুখ রয়েছে, তাঁরা চক্ষুদান করতে পারবেন না।


আরও পড়ুন - Skincare Tips: নতুন মায়েরা কীভাবে নিজেদের এবং বাচ্চার ত্বকের যত্ন নেবেন?


আরও পড়ুন - Men's Fitness Food: পুরুষদের ফিটনেস বজায় রাখতে এবং এনার্জি বাড়াতে সাহায্য করে যে খাবারগুলো


ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতিফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।