Fashion Fusion: মায়ের পুরনো শাড়ির (Saree) প্রতি ভালবাসা নেই এমন মহিলা বোধহয় নেই। সকলেই একবাক্যে স্বীকার করবেন যে মায়েদের পুরনো শাড়ির (Ols Saree) গন্ধ, তার নস্ট্যালজিয়ায় ফ্যাশনে (Fashion with Old Saree) আলাদা ‘এসেন্স’ জুড়ে দেয়। অনেকে অবশ্য শাড়ি নিয়ে কাঁটাছেঁড়া বিশেষ পছন্দ করেন না। তবে আজকাল ফ্যাশনেও এসেছে ফিউশনের ছোঁয়া। যাঁরা শাড়ি পরতে খুব একটা স্বচ্ছন্দ্য নন, অথচ মায়ের পুরনো শাড়িতেই ফ্যাশন করতে চান, তাঁদের জন্য এখন রয়েছে অনেক সুযোগ। আপনি নিজেই ডিজাইনার হয়ে পরিচিত দর্জির থেকে বানিয়ে নিতে পারেন আধুনিক পোশাক। নস্ট্যালজিয়া থেকে আধুনিক ফ্যাশনের এসেন্স সব ছোঁয়ায় থাকবে আপনার পোশাকে।


মায়ের পুরনো শাড়ি দিয়ে কী কী তৈরি করে পরতে পারেন


লং ফ্রক- শিফন বা হাল্কা সিল্কের শাড়ি (পিওর সিল্ক) থাকলে সেটা দিয়ে অনায়াসে বানিয়ে নিয়ে পারেন এ-লাইন লং ফ্রক। যাঁদের ঘেরওয়ালা পোশাল পছন্দ তাঁরা বানিয়ে নিতে পারেন আনারকলি স্টাইলের লং ফ্রক। পোশাকের তলায় হাল্কা জরির পাড় বসালে দেখতে বেশ ভাল লাগবে। যাঁদের পছন্দ তাঁরা একদম সাধারণ ডিজাইনের লং ফ্রক তৈরি করে পরতে পারেন।


বাহার থাকুক ব্লাউজে- আজকাল ব্লাউজের ফ্যাশন সবকিছুকে পাল্লা দিচ্ছে। তাই মায়ের সাবেক শাড়ির সঙ্গে আধুনিক ডিজাইনের একটা ব্লাউজ পরে নিলেই আপনি তাক লাগাতে পারবেন। সবার মধ্যে লাইমলাইট কেড়ে নেওয়া আপনার কাছে কোনও ব্যাপারই হবে না। এছাড়াও পুরনো শাড়িতে নতুন করে সুতো বা অ্যাপ্লিকের কাজ কিংবা পেন্ট করালেও দিব্যি লাগে দেখতে।


লং স্কার্ট- অনেকে স্কার্ট পরতে খুব ভালবাসেন। তাঁদের জন্য সিল্কের শাড়ি বা শিফন আদর্শ। বেশ ঘেরওয়ালা স্কার্ট তৈরি করা যাবে অনায়াসে। ফিউশন ফ্যাশন করতে চাইলে স্কার্টের সঙ্গে পরতে পারেন চওড়া বেল্ট। এর বদলে জড়ির পাড়ও ব্যবহার করতে পারেন। স্কার্টের তলার অংশেও লাগাতে পারেন পেটা জরির পাড়। আর উপরের বর্ডারে সাইড বরাবর জুড়ে নিতে পারেন পছন্দের লটকন।


পরনের পোশাক ছাড়াও কাজে লাগে পুরনো শাড়ি


পর্দা- অনেকসময়েই দেখা যায় হয়তো শাড়ির কিছুটা অংশে সুতো নষ্ট হয়ে গিয়েছে বা কোথাও সামান্য অংশের রঙ খারাপ হয়েছে। এইসব সামান্য ত্রুটির জন্য শাড়ি ফেলে না দিয়ে ব্যবহার করতে পারেন পর্দা হিসেবে। তবে এক্ষেত্রে সুতির শাড়ি বিশেষ করে পুরনো ঢাকাই, জামদামি বা লিনেন, খাদি এই জাতীয় শাড়ি সবচেয়ে ভালভাবে ব্যবহার করা সম্ভব। কারণ এই শাড়িগুলো হাল্কা হয়। ফলে পর্দা হিসেবে টাঙাতে এবং পরিষ্কার করা সহজ হবে।


টেবিল ক্লথ- পুরনো শাড়ি দিয়ে খুব সুন্দর টেবিলের ঢাকনা তৈরি করা সম্ভব। টিভি বা ডেস্কটপ ঢেকে রাখার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন নরম শাড়ি।


আরও পড়ুন- যতনে রাখুন 'শখের শাড়ি' জেনে নিন সহজ কিছু টিপস