কলকাতা: বাজার করা তো আর চাট্টিখানি কথা নয়। দিন দিন খাবারে ভেজালের পরিমাণ বাড়ছে। আর বাজার করতে যাওয়া মানেই ভেজালের সঙ্গে পাল্লা দেওয়া। বেছে বেছে খাঁটি জিনিসটি কিনে বাড়ি ফিরতে পারলে তবেই না গেম উইনার ! অন্যান্য জিনিসের মতো মাছ চেনাও খুব সহজ নয়। একেই তো হাজার একটা মাছের রকম। তার উপর মাছে ভাতে বাঙালির পাতে এই বিশেষ পদটা না পড়লে খাওয়াটা জমে না। মাছ চেনার অবশ্য বেশ কয়েকটি উপায় রয়েছে। অনেক দোকানদার টাটকা মাছ (Fresh Fish) বলে বাসি, পচা (Rotten Fish) মাছ গছিয়ে দেন। ঠকে যাওয়ার আগে তাই খেয়াল রাখুন কয়েকটি সহজ টিপস (Fish Buying Tips)।


মাছের কানকো: মাছ চেনার সেরা উপায় হল কানকো দেখে চেনা। কানকো রক্তের মতো লাল রং হলে বুঝতে হবে মাছটি টাটকা। কিন্তু রং কিছুটা বাদামি, ফ্যাকাসে হয়ে এলে সে মাছ বাসি হতে পারে। অনেক দোকানি বোকা বানাতে কানকোতে রক্ত মাখিয়ে রাখেন। সেক্ষেত্রে রক্ত ধুয়ে দেখে নিতে হবে।


মাছের চোখ: মাছের চোখ দেখেও বোঝা যায় এটি টাটকা না পচা, বাসি। টাটকা মাছের চোখ চকচক করে। সাদার মাঝে কালো রংটা পরিষ্কার দেখা যায় টাটকা মাছের। বাসি হয়ে গেলে চোখ কিন্তু হলদেটে দেখতে হবে। 


মাছের গন্ধ: মাছের গন্ধ বলে দেবে মাছটি টাটকা না বাসি। সাধারণত মাছের গায়ে জলের আঁশটে গন্ধ থাকে। তবে এই গন্ধ খুব বেশি চড়া হলে তা সন্দেহজনক। বাসি বা পচা মাছ হলে গন্ধ বদলে যায়। অনেকে রাসায়নিক দিয়ে সেই গন্ধ ঢাকেন। সেক্ষেত্রে আঁশটে গন্ধও বেরোয় না। গন্ধ একেবারে না বেরোলেও তাই সতর্ক হতে হবে।


মাছের ত্বক: মাছের ত্বক দেখেও মাছ বাসি না টাটকা বোঝা যায়। টাটকা মাছের ত্বক চকচকে হয়। তাই হাত দিয়ে ধরলে ঘন ঘন পিছলে যায়। কিন্তু বাসি মাছের সেই গুণ নেই। বাসি মাছ ধরা যাবে। ত্বক চকচক করবে না। 


মাছের আঁশ: মাছের আঁশ ছাড়ানোর সময়ই টাটকা না বাসি মাছ তা বোঝা যায়। টাটকা মাছের পেশিগুলি শক্ত থাকে। তাই আঁশ ছাড়ানো কঠিন হয়। কিন্তু বাসি মাছের আঁশ আলগা হয়ে যায়। 


আরও পড়ুন - Colorful Cauliflower Benefits: বাজারে সবুজ, বেগুনি, হলুদ ফুলকপি ! সাদার বদলে এগুলো খেলে লাভ কতটা