কলকাতা: বন্ধুত্ব হল জীবনের অন্যতম মূল্যবান জিনিস। আর এই সুন্দর সম্পর্কের গুরুত্ব বোঝাতে ভারতে প্রতিবছর অগাস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস পালিত হয়।
এবছর অগাস্ট মাসের ১ তারিখ রবিবার পড়েছে। ফলে, সেদিনই ভারতে পালিত হবে ফ্রেন্ডশিপ ডে। বিশ্বের বিভিন্ন দেশে বন্ধুত্ব দিবস পালিত হয়।
আমাদের জীবনে ঘনিষ্ঠ বন্ধুরা যে ভূমিকা পালন করে থাকে এবং তারা কীভাবে মানুষ হিসেবে আমাদের তুলে ধরে তা উদযাপন করার দিনই হল ফ্রেন্ডশিপ ডে।
১৯৫৮ সালে প্যারাগুয়েতে এই দিনটিকে প্রথম পালন করার প্রস্তাব করা হয়েছিল। তবে, ১৯৩০ সাল থেকে জয়েস হলের তৈরি হলমার্ক কার্ড থেকে এই দিনটি উদযাপিত হয়ে আসছে বলে জানা গিয়েছে।
পরবর্তীকালে, সংযুক্ত রাষ্ট্রপুঞ্জ ৩০ জুলাই দিনটিকে আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে হিসেবে ঘোষণা করে। তবে, ভারতে এই দিনটি উদযাপিত হয় অগাস্ট মাসের প্রথম রবিবার।
১৯৯৮ সালে উইনি দ্য পুহকে রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত বন্ধুত্বের বিশ্বদূত হিসেবে ঘোষণা করেছিলেন প্রাক্তন মহাসচিব কফি আন্নানের স্ত্রী নানে আন্নান। ২০১১ সালে, রাষ্ট্রপুঞ্জের ৬৫ তম অধিবেশনে ৩০ জুলাই দিনটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে মনোনীত করা হয়েছিল।
একে অপরের কব্জিতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বেঁধে সাধারণত বন্ধুত্ব দিবস উদযাপন করা হয়ে থাকে। একে অপরের বেস্ট ফ্রেন্ড ফরেভার থাকার প্রতিশ্রুতি হিসাবে বিবেচনা করা হয় এই ব্যান্ডকে।
এইদিনে বন্ধুরা একে অপরের সঙ্গ উপভোগ করে এবং ভাল সময় কাটানোর জন্য বাইরে যায়। এমনকি তারা একে অপরকে শুভেচ্ছাবার্তা পাঠায় এবং উপহার এবং ফুল বিনিময় করে। তবে, করোনাভাইরাস অতিমারীর কারণে, সামাজিক দূরত্ব মানা সহ অন্যান্য বিধিনিষেধগুলি এই সময়ে অবশ্যই অনুসরণ করতে হবে।
সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমেও এই ফ্রেন্ডশিপ ডে ভীষণভাবেই উদযাপিত হয়। এক্ষেত্রে সোশ্যাল সাইটগুলি ভীষণই সক্রিয়। বন্ধুরা একে অপরকে শুভেচ্ছা জানায় বা একে অপরের সম্পর্কে আন্তরিক পোস্ট বা গল্প শেয়ার করে। কিছু লোক তাদের বাবা-মা বা জীবনসঙ্গীর সঙ্গেও এই দিনটি উদযাপন করে।
তাই এই ফ্রেন্ডশিপ ডে-র দিন, নিশ্চিত করুন যে আপনি আপনার সকল ঘনিষ্ঠ বন্ধুদের শুভেচ্ছাবার্তা পাঠান যাতে তাদের মনে হয় যে তারা স্পেশাল।