Fruits Health Benefits: শরীর সুস্থ থাকতে চাইলে প্রতিদিন একটা ফল খাওয়া উচিত। মরশুমের যেকোনও একটা ফল রোজের মেনুতে রাখুন। সাধারণ ভাবে রোজ আপনি খেতে পারেন আপেল, কলা, পেয়ারা, বেদানা, জাম জাতীয় ফল, শসা, লেবু জাতীয় ফল- এগুলি। ফ্রুট স্যালাড হোক বা ফ্রুট কাস্টার্ড, হেলদি স্ন্যাক্স হিসেবে ফল- এইসবই খেতে পারেন আপনি। প্রতিদিন নিয়ম করে একটা ফল খেলে আপনার শরীর-স্বাস্থ্যের কী কী উপকার পাবেন, দেখে নিন। 

সুস্থ থাকার জন্য প্রতিদিন একটা ফল খাওয়া জরুরি। রোজ মেনুতে অন্তত একটা ফল থাকা প্রয়োজন। যে মরশুমে যে ফল সহজে পাওয়া যায়, সেটাই খেতে হবে। স্বাদের জন্য ফ্রুট স্যালাড, ফ্রুট কাস্টার্ড খেতে পারেন। 

  • নিয়মিত একটা ফল খেতে পারলে ভাল থাকবে আপনার অন্ত্রের স্বাস্থ্য। অন্ত্রের স্বাস্থ্য ভাল থাকলে দূর হবে বদহজম, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা। পেটের সমস্যাও হবে না। 
  • যেসব ফলের মধ্যে ডায়েট্রি ফাইবারের পরিমাণ বেশি সেগুলি খেলে অনেকক্ষণ পেট ভরে থাকবে। রসালো ফল খেলে আপনার শরীর হাইড্রেটেড থাকবে। জলের ঘাটতি দেখা যাবে না শরীরে। 
  • অনেক ক্রনিক অসুখ যেমন- সুগার, প্রেশার, হার্টের অসুখ কমাতে সাহায্য করে এই ফল খাওয়ার অভ্যাস। ফলের মধ্যে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস, নিউট্রিয়েন্টস থাকে। এগুলি আমাদের শরীরের জন্য ভাল। 
  • নিয়মিত ফল খেলে আপনার শরীর ভিতর থেকে পরিশ্রুত থাকবে। অর্থাৎ বডি ডিটক্সিফিকেশন হয়ে যাবে। ত্বকের জেল্লা বজায় রাখতে এবং চকচকে চুল পেতে আপনি রোজ একটা ফল খেতেই পারেন। 

তবে ফল খাওয়ার ক্ষেত্রে একটা ব্যাপারে সতর্ক থাকা জরুরি। ডায়াবেটিসের সমস্যা থাকলে কোন ফল খাবেন, আর কোন ফল খাবেন না, সেই ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নাহলে ব্লাড সুগারের মাত্রা বেড়ে যেতে পারে। এছাড়াও যদি কারও পেটের প্রবল সমস্যা থাকে, তাহলেও প্রচুর ফল খেলে সমস্যা বাড়তে পারে। এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সাধারণ ভাবে রোজ একটা আপেল খেতে পারলে আপনার হার্টের স্বাস্থ্য ভাল থাকবে। ব্লাড প্রেশার এবং ব্যাড কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এই ফল। এছাড়াও ফাইবার থাকার কারণে পেট ভরে থাকে আপেল খেলে। আরও অনেক উপকারেই লাগে এই ফল। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।