FSSAI Examine Nestle Baby Food: বেবিফুডে চিনি মেশানোর জেরে বিতর্কের মুখে নেসলে। এবার আরও চাপ বাড়ল এই বিদেশি সংস্থার। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে খাদ্য সুরক্ষা দফতর এফএসএসএআই-কে। তাতে অনুরোধ করা হয়েছে নেসলে ইন্ডিয়া উৎপাদিত বেবিফুডে কতটা পরিমাণে চিনি মেশানো হয়েছে, তা পরীক্ষা করে দেখার। এর বিশদ রিপোর্টও  জমা দিতে বলেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।


কী বক্তব্য জাতীয় শিশু সুরক্ষা কমিশনের?


অল্প আয়ের দেশগুলিতে বিক্রিত বেবিফুডে‌ শুধু চিনি মেশানো হয়। তার মধ্যেই রয়েছে ভারত। সম্প্রতি নেসলে উৎপাদিত বিভিন্ন বেবিফুডের পরীক্ষানিরীক্ষা করে এমনটাই জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই প্রশ্ন উঠেছে সংস্থার উদ্দেশ্য নিয়ে। এই দিন এনসিপিসিআর চিফ প্রিয়াঙ্ক কানুনগো সংবাদমাধ্যমকে বলেন, খবরটি প্রকাশ্যে আসার পর এফএসএসএআই-কে খাবারের নমুনা পরীক্ষা করে দেখতে অনুরোধ করা হয়েছে‌‌। একই সঙ্গে বাজারে অন‌্য সংস্থার বিক্রিত বেবিফুডগুলিও খতিয়ে দেখতে বলেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন।


কী বললেন এফএসএসএআই প্রধান?


অন্যদিকে এফএসএসএআই চিফ জি কমলা বর্ধন রাও বলেন,শিশুদের খাবারের গুণমান নিয়ে আপসের কোনও স্থান নেই। নির্দিষ্ট বিধি মেনেই তা উৎপাদন করা জরুরি।


 ঠিক কী ঘটেছে ?


ভারতে নেসলের উৎপাদিত ও বিক্রিত বেবিফুডে চিনি পেয়েছে একটি গবেষণা সংস্থা। সুইস গবেষণা সংস্থা পাবলিক আই ও ইন্টারন্যাশনাল বেবিফুড অ্যাকশন নেটওয়ার্ক যৌথভাবে একটি গবেষণা করে। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা থেকে নেসলের বেবিফুডের নমুনা জোগাড় করা হয়। ওই গবেষণায় দেখা যায়, বেবিফুডগুলিতে চিনি মেশানো হয়েছে দেদার‌। অথচ ইউরোপ ও ব্রিটেনের বেবিফুডে কোনও চিনি থাকে না।‌


বেবিফুডে চিনি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ


বেবিফুডে চিনি মেশানো নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে নিষেধাজ্ঞা রয়েছে। অতি অল্প বয়সেই চিনির স্বাদ পেলে বেশ কিছু শারীরিক সমস্যার শিকার হয় শিশুরা। পরের দিকে মিষ্টিজাতীয় খাবারের দিকেও ঝুঁকে পড়ে তারা। যা ওবেসিটির কারণ হতে পারে । ওবেসিটি থেকে আরও নানা রোগের সূত্রপাত হয়‌। এই কারণেই নিষিদ্ধ বেবিফুডে চিনি মেশানো। কিন্তু আইনের ফাঁক গলে‌ অল্প আয়ের দেশগুলিতে চিনি মিশিয়েই বেবিফুড বিক্রি করছে নেসলে।  


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন - Health News: নেসলের বেবিফুড খাওয়ান শিশুকে ? বড় বিপদের আশঙ্কা